ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ ফারুক-মমতাজ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩০ ১৭:০৪:৫২
জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ ফারুক-মমতাজ

চিত্রনায়ক ফারুক বলেন, ‘খুব সকালে আমি আমার ভোটটি দিয়ে এসেছি। এখন আমি আমার নির্বাচনী এলাকায় আছি। বিভিন্ন ভোটকেন্দ্রের খোঁজখবর নিচ্ছি। সারা দেশের মানুষ আজ উৎসব আমেজে ভোট দিচ্ছে। মানুষের মধ্যে বেশ আনন্দ কাজ করছে। এমন দৃশ্য দেখে নিজেরও খুব ভালো লাগছে।’

ফারুক আরও বলেন, ‘ভোটে জয়ী হবো কি হবো না, তা আমার এলাকার ভোটাররা নির্ধারণ করবেন। তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার নির্বাচনী এলাকার মানুষরা, আমাকে তাদের পাশে দেখতে চান।’

অন্যদিকে,মানিকগঞ্জ-২ আসনের ভোটার ফোকগানের শিল্পী মমতাজ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীও। সকালে ৯টায় জয় মন্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন এ কণ্ঠশিল্পী। বর্তমানে তিনিও তার নির্বাচনী এলাকায় অবস্থান করছেন।

দৈনিক আমাদের সময় অনলাইনকে মমতাজ বলেন, ‘গত কয়েকদিন নির্বাচনী প্রচারণায় খুব ব্যস্ত ছিলাম। আজ এখনও ব্যস্ত সময় পার করছি। আজ সকাল ৯টায় ভোট দিয়ে এসেছি। যেখানেই গিয়েছি, সেখানেই মানুষের জয়ধ্বনি শুনেছি। সবাই নির্বাচন ঘিরে বেশ আনন্দিত। নিজের কাছেও ভালো লাগছে। জয়ের আমাদেরই হবে, জয় নৌকারই হবে। এ বিষয়ে আমি শতভাগ আশাবাদী।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে