ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এত নিকৃষ্ট খেলার প্রয়োজন ছিল না : কনক চাঁপা ভিডিওসহ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩০ ১৬:৪১:৩৮
এত নিকৃষ্ট খেলার প্রয়োজন ছিল না : কনক চাঁপা ভিডিওসহ

২ মিনিটের ওই ভিডিওতে কনক চাঁপা বলেন, ‘সত্যিকার অর্থে এই ভোটের পরে আমি খুবই বিক্ষুদ্ধ অবস্থায় আছি। কারণ এটা আসলে কখনই মেনে নেওয়া যায় না। আর আমার প্রত্যেকটা বুথে বুথে আমি এজেন্ট পাঠিয়েছি, তাদের কাউকেই আসলে ঢুকতে দেওয়া হয়নি।

আর গতকাল রাতেই তারা সম্ভবত, অর্ধেক ভোট তারা কেটে ফেলেছেন। আর বাকি যতটুকু ছিল, সেটা তারা নিজেরাই করছেন এবং ভোট দিতে দেওয়া হচ্ছে না। এবং ওপেনলি বলা হচ্ছে, ভোট দিলে নৌকাতেই ভোট দিতে হবে। এটা আসলে খুবই প্রহসনের ব্যাপার, প্রহসনের নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে আমার এই নির্বাচনটি প্রত্যাখ্যান করছি।’

ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা যেটা আমি বিশ্বাস করি, সব হেরে যাওয়াই হেরে যাওয়া না। সব জিতে যাওয়াই জিতে যাওয়া না।’

প্রধান বিরোধী দল প্রসঙ্গে কনক চাঁপা বলেন, ‘আওয়ামী লীগ এতদিন ধরে এত কাজ করলেন, ওনারা এত উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিলেন সারা দেশটাকে, সেখানে এত খেলার তো দরকার ছিল না। তারা সত্যি সত্যি যদি জনপ্রিয় প্রতিনিধি হন, তাহলে তো এমনই মানুষের ভোটে তারা নির্বাচিত হতে পারতেন আবারও। কিন্তু সেখানে এত বড় খেলা, এত নিকৃষ্ট খেলার কোনো দরকার ছিল না। সেখানে আসলে তারা, নিজেদেরকেই পরাজিত করলেন। সমস্ত বাংলাদেশের, সমস্ত প্রশাসন, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সবাইকে নিয়েই আসলে সারা বাংলাদেশকে পরাজিত করলেন।’

সিরাজগঞ্জ-১ আসন প্রসঙ্গ টেনে ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষ অনেক বড় রাজনীতিবিদ। সারা জীবন উনি উনার রাজনীতির মধ্যেই জন্ম হয়েছে। সারা জীবন উনি রাজনীতি করেছেন। জনগণের জন্য কাজ করেছেন। তার যে সারা জীবনের অর্জন, সে অর্জনটাকে উনি নষ্ট করে দিলেন। উনি আসলে, নিজের কাছে নিজেই হেরে গেলেন।’

সবশেষে তিনি বলেন, ‘আমি সত্যিকার অর্থে হারিনি। আমি জনগণের কাছে এসেছি, আমার মাত্র শুরু। আমি আমার সততা দিয়ে, আমি আমার কাজ করতে থাকবো।’সুত্রঃ আমাদের সময়

ভিডিওটি দেখতে এখানেক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে