ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভোট দিলেন মাশরাফি ও তার স্ত্রী এরপর যা বললেন তিনি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩০ ১৩:৫৪:১৪
ভোট দিলেন মাশরাফি ও তার স্ত্রী এরপর যা বললেন তিনি

প্রসঙ্গত, এবারের নির্বাচনে নড়াইল-২ আসন থেকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন মাশরাফি।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মাশরাফি ও তার স্ত্রী সুমি।

নির্বাচনের সার্বিক অবস্থা কেমন- এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমি ভেতরে এত দেখিনি। সবকিছু ঠিক আছে কি না, কোনো সমস্যা আছে কি না এসব খোঁজ নিচ্ছি। আমার তরফ থেকে সবকিছু ঠিক আছে। আমি আরও নিশ্চিত করতে চাচ্ছি সবকিছু যেন ঠিকই থাকে।’

ভোটের দিন মাশরাফি পরেছেন সাদা রঙের পাঞ্জাবি, চোখে ছিল চশমা। সাদা রঙের পাঞ্জাবি পরা শান্তির বার্তা কি না, এমন প্রশ্নের জবাবে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘অবশ্যই। আর এটা তো আমার স্ত্রী পছন্দ করে দিয়েছে। সাদা এমনিতেই আমার পছন্দের রঙ।’

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে মাশরাফি জানান, ‘এসব ব্যাপারে কোনোকিছু বলতে চাই না। সেটা রেজাল্টের পর আপনারাই দেখতে পাবেন।’

‘তরুণ প্রজন্মের উচ্ছ্বাস প্রয়োজন। তরুণ প্রজন্ম যারা আছে, এই দুই আসরে বা আমার সাথে যারা কাজ করেছে, তারা খুব কষ্ট করেছে’– বলেন মাশরাফি।

এ সময় মাশরাফির স্ত্রী সুমি বলেন, ‘এবার নারী ভোটারের সংখ্যা অনেক, এটা খুব ইতিবাচকভাবে নেওয়ার মত বিষয়। আগে এত নারী ভোটার দেখা যেত না। আমাদের নারীরা এখন নিজে চিন্তা করেন। ঘরের সিদ্ধান্তে নয়, নিজের সিদ্ধান্তেই নিজের ভোটটা দিতে আসেন। আমি সব জায়গায় কথা বলে রেখেছি। আলহামদুলিল্লাহ্, সব জায়গায় ভালো সাড়াই পেয়েছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে