ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আজকের পর বিএনপি-জামায়াতের আর কোনো উপায় নেই: জয়

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩০ ১২:০৭:৪৪
আজকের পর বিএনপি-জামায়াতের আর কোনো উপায় নেই: জয়

আজ রোববার সকালে ঢাকা-১০ আসনের ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জয়। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সহিংসতা করছে, হত্যাকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই গোষ্ঠী আজকের পর আর কোনো ধরনের নাশকতা, হত্যাকাণ্ড ঘটাতে পারবে না।

সজীব ওয়াজেদ জয় যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেই কেন্দ্রে সকাল সোয়া আটটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভোট দেন।

সকাল সোয়া ১০টার দিকে এই কেন্দ্রে ভোট দিয়ে জয় বলেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। মানুষ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। তবে যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে, তাদের ভোট না দিতে অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের সময় আমার দেশের ভাই-বোনদের হত্যা করেছে, তাদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের ভোট দেবেন না। উন্নয়নের জন্য বাংলার মানুষ নৌকায় ভোট দেবে, আমরা যেন উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে পারি, সে জন্য মানুষ নৌকায় ভোট দেবে।’

এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘কয়েক মাস ধরে বিএনপি-জামায়াত এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। তারা বিদেশে লবিং করেছে। তারা জানে, সবাই জানে যে বিএনপি-জামায়াতের জেতার উপায় নেই। তারা আমাদের লোকজনকে হত্যা করে, আর লম্বা লিস্ট দিচ্ছে যে তারা তাদের (বিএনপি-জামায়াত) লোক। তারা সন্ত্রাস চালাচ্ছে। যখন পুলিশ তাদের গ্রেপ্তার করছে, তখন নালিশ করছে যে তাদের হয়রানি করা হচ্ছে। খামোখা গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি-জামায়াত মানুষ হত্যা করবে, সন্ত্রাস করবে; অথচ তাদের গ্রেপ্তার করতে পারব না, এটা কেমন কথা?’

সুত্রঃ প্রথম আলেো

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে