ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইভিএমে আঙুলের ছাপে জটিলতা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩০ ১০:৪৭:২৬
ইভিএমে আঙুলের ছাপে জটিলতা

ইভিএম ব্যবহারের জটিলতায় পড়েন ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. সাদেক খান। তিনি সকাল ৮টা ৫০ মিনিটে মোহাম্মাদীয়া আলীয়া মাদ্রাসায় ভোট প্রদান করেন। এ সময় প্রথমবার ইভিএমে ভোট দিলে আঙুলের ছাপে জটিলতা হয়। কিন্তু দ্বিতীয়বার ইভিএম তার আঙুলের ছাপ শনাক্ত করে।

এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তারা আমাদের সময়কে জানান, শীতকালে রুক্ষ ত্বক ও নারীদের বিভিন্ন গৃহস্থালি কাজের ফলে অনেকের আঙুলের ছাপ নিতে জটিলতা দেখা দিচ্ছে। তবে আঙুলের ছাপ না মিললেও স্মার্টকার্ড, ভোটার আইডি নম্বর দেখে ভোটার শনাক্ত করা যাচ্ছে। তবে ভোট দিতে কোনো সমস্যা হবে না বলে তারা আশা করছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২। সুত্রঃ আমাদের সময়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে