শেষ মুহূর্তে এক নজরে দেখে নিন, তারকা প্রার্থীরা কে কোন আসন থেকে লড়ছেন
আসাদুজ্জামান নূর
আওয়ামী লীগ থেকে নীলফামারী-২ আসনে লড়বেন অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এর আগে একই আসন থেকে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আসাদুজ্জামান নূরের সঙ্গে এ আসনে বিএনপির হয়ে লড়বেন মো. মনিরুজ্জামান।
চিত্রনায়ক ফারুকমুক্তিযোদ্ধা ও ‘সুজন সখী’ খ্যত চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন খান পাঠান) রাজনীতির সঙ্গে জড়িত স্কুলজীবন থেকে। এবারই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের হয়ে ঢাকা-১৭ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন এই চলচ্চিত্র তারকা। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। এ আসনে ঐক্যফ্রন্ট, বিএনপি ও ২০ দল থেকে নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান।
সোহেল রানাবরিশাল-২ আসনে লড়বেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা)। মুক্তিযুদ্ধে অংশ নেন এ অভিনেতা। ২০০৯ সালে প্রথম তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ পান। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহ আলম এবং বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ।
মমতাজ বেগমজনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবারও লড়ছেন মানিকগঞ্জ-২ আসন থেকে। এবারও নৌকা প্রতীক নিয়ে লড়বেন কণ্ঠশিল্পী তিনি। এ আসনের বর্তমান সাংসদ মমতাজ সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এরআগে ২০০৮ সালে প্রথমে সংরক্ষিত আসনে সাংসদ ছিলেন তিনি। ২০১৪ সালের নির্বাচনে তিনি সরাসরি অংশ নিয়ে সাংসদ হন। এ আসনে বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান।
মাশরাফি বিন মুর্তজাআওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া এবারের অন্যতম আলোচিত প্রার্থী হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন। এটিই তাঁর প্রথম নির্বাচনে অংশ নেওয়া। ২০০১ সাল থেকে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলছেন। ২০০৯ সালে প্রথম টেস্ট দলের অধিনায়ক হন তিনি। বর্তমানে ওয়ানডে দলের নেতৃত্বে রয়েছেন। এ আসনে বিএনপির প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান আর জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান।
কনকচাঁপাবিএনপির প্রার্থী হয়ে সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা সিরাজগঞ্জ-১ আসন থেকে ধানের শীষে লড়ছেন। প্রায় তিন দশক ধরে সংগীতাঙ্গনে সক্রিয় কনকচাঁপা ২০১৩ সালে বিএনপিতে যোগ দেন। তাঁর সঙ্গে লড়বেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বেবি নাজনীনআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন। আইনি বিভিন্ন প্রক্রিয়া পেরিয়ে অবশেষে বিএনপির প্রার্থী হিসেবে টিকে গেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। ধানের শীষের প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করার পর সেখানে জনপ্রিয় এই গায়িকাকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
নাঈমুর রহমান দুর্জয়বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাঈমুর রহমান দুর্জয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে এবারও আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়বেন। এ আসনের বর্তমান সাংসদ তিনি। দুর্জয় ক্রিকেটের জাতীয় দলের সাবেক অধিনায়ক। তাঁর বাবা প্রয়াত সায়েদুর রহমানও আওয়ামী লীগের হয়ে এ আসনের সাংসদ ছিলেন। এ আসনে বিএনপির প্রার্থী এস এম জিন্নাহ কবির।
আব্দুস সালাম মুর্শেদীসাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগের হয়ে লড়বেন। মাস কয়েক আগে তিনি এ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী বর্তমানে বাংলাদেশে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি। রাজনীতির সঙ্গে যুক্ত হলেও সালাম মুর্শেদী ক্রীড়াঙ্গন ছাড়েননি। এ আসনে বিএনপির প্রার্থী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।
হিরো আলমএবারের নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউটিউব ভিডিওর মাধ্যমে আলোচনায় আসা আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। নির্বাচনে তার প্রতীক হচ্ছে সিংহ। শুরুতে প্রার্থিতা বাতিলসহ বিভিন্ন কারণে তিনি আলোচনায় আসেন। দেশি-বিদেশি গণমাধ্যমেরও শিরোনাম হয়েছেন তিনি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএল নিলাম: ২কোটি ৭০লাখ রুপিতে যে দলে সাকিব, দেখেনিন মুস্তাফিজ ও তাসকিনের অবস্থান
- দেশে টাকা পাঠানোর উত্তম সময়: সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল পতন, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে ঝড় তুললেন নাহিদ রানা
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 Auction: ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- আজকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পাল্টে গেল বাংলাদেশের ১৮ বছরের ইতিহাস
- প্রথম দিনেই কঠিন হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরয়ার ফারুকী চারে দিকে উঠলো প্রশংসার ঝড়
- টি-টেন লিগে আকাশ ছোয়া মুল্যে দল পেলেন সৌম্য সরকার, দেখেনিন যে দলের হয়ে খেলবেন
- ৩ পরিবর্তন নিয়ে শেষ ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
- অনেক দিন পর সাব্বিরের ব্যাটে চার ছক্কার ঝড়
- ব্রেকিং নিউজ: নাজমুল হোসেন শান্তকে হারালো বাংলাদেশ
- যে কারণে সাকিবকে বাতিল ঘোষণা করলো আইসিসি
- খেলার মোড় ঘোরালেন নাসুম আর ম্যাচে ম্যাচ সেরা হলেন অন্য যে ক্রিকেটার
- ব্রেকিং নিউজ: বাতিল ঘোষণা করলো আইসিসি, মুখ খুললেন সাকিব