ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

রাজামৌলির ছেলের বিয়েতে অনুষ্কা-প্রভাসের নাচ ভাইরাল ভিডিওসহ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৯ ২৩:০২:১২
রাজামৌলির ছেলের বিয়েতে অনুষ্কা-প্রভাসের নাচ ভাইরাল ভিডিওসহ

সে যাই হোক সম্প্রতি বাহুবলীর পরিচালক এস এস রাজামৌলির ছেলের বিয়ে উপলক্ষে রাজস্থানে জয়পুরে হাজির হয়েছিল গোটা বাহুবলী টিম। পাশাপাশি ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রর তাবড় তাবড় ব্যক্তিত্ব। বলিউড সেলেবদের মতোই ঘটা করে ছেলে এস এস কার্তিকেয়-র বিয়েতে।

যে বিয়ের অনুষ্ঠানে ছবি ও ভিডিও সাম্প্রতিক জয়পুরো হওয়া নিক-প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠানের কথাই মনে করাচ্ছে। রাজামৌলির ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই জয়পুরো পৌঁছেছেন প্রভাস, রামচরণ, অনুষ্কা শেঠি, রানা দগ্গুবাতির মতো তারকারা।

এস এস কার্তিকেয় ও পূজা প্রসাদের বিয়ের অনুষ্ঠান রয়েছে ৩০ ডিসেম্বর, ২৯ তারিখ ছিল মেহেন্দি ও সঙ্গীত পার্টি। সেই অনুষ্ঠানেই জমিয়ে নাচতে দেখা গেল প্রভাসকে। প্রভাসের সঙ্গেই দেখা গেল অনুষ্কা শেঠিকেও। নাচলেন রানা দগ্গুবাতি সহ অন্যান্যরা। প্রভাসের এই নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

জয়পুর বিমানবন্দরে প্রভাস নামতেই তাঁকে ঘিরে উপচে পড়ে ভক্তদের ভিড়।

এমাসেরই শুরুতে বাগদান সম্পন্ন হয়েছিল এস এস রাজামৌলির ছেলে এস এস কার্তিকেয় ও পূজা প্রসাদের।

ভিডিওটি দেখতে এখানেক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে