ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

জন্মদিনে কী উপহার পেলেন সালমান খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৯ ১৮:৫১:২৫
জন্মদিনে কী উপহার পেলেন সালমান খান

যাহোক, বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন, রোমানিয়ার মডেল, অভিনেতা, টিভি ব্যক্তিত্ব ইউলিয়া ভানটুরের প্রেমে মজেছেন বলিউড সুলতান। প্রায়ই বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। সালমানের পারিবারিক অনুষ্ঠানগুলোতেও হাজির হন ইউলিয়া।

তবে ইউলিয়া ও সালমান তাঁদের সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি।

বৃহস্পতিবার নিজের ৫৩তম জন্মদিবস উদযাপন করেন ‘টাইগার জিন্দা হ্যায়’ অভিনেতা সালমান খান। বুধবার মধ্যরাতে নিজের খামারবাড়ি প্যানভেলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটেন তিনি। সে রাতে প্যানভেলে বসেছিল চাঁদের হাট।

ভক্তদের জানার আগ্রহ ছিল, প্রেমিককে কী উপহার দিলেন রোমানিয়ার সুন্দরী। জন্মদিনে ‘ভারত’ অভিনেতাকে কী উপহার দিয়েছেন ইউলিয়া, অবশেষে প্রকাশ পেয়েছে।

সংবাদমাধ্যম মিড ডেকে একটি সূত্র বলেছে, রোমানীয় স্টাইলেই উপহার দিয়েছেন ইউলিয়া ভানটুর। সালমানকে সোনার চেইনের সঙ্গে একটি ক্রুশ চিহ্নিত লকেট উপহার দিয়েছেন তিনি। আর জন্মদিনের পার্টিতে সেই উপহার গলায় পরেছিলেন সালমান।

জন্মদিনের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সালমান। ছবিতে তাঁর গলায় সোনার চেইনটি দেখা যাচ্ছে।

খবরে প্রকাশ, সালমানের জন্মদিনের অনুষ্ঠানে তাঁর পাশেই ছিলেন ইউলিয়া ভানটুর। বড়দিনে ইন্ডাস্ট্রির বন্ধুদেরও উপহার দিয়েছেন তিনি। মণীষ মালহোত্রা, সীমা খান, প্রেম সোনিসহ বেশ কয়েকজনকে বড়দিনের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন ইউলিয়া। মজার ব্যাপার হলো, ওই কার্ডে লেখা ছিল ‘ইউলিয়া ও সালমানের পক্ষ থেকে’।

তা হলে কি এই যুগল তাঁদের সম্পর্ক পাকাপাকি করতে চলেছেন?

সালমানের ‘রেস-৩’ চলচ্চিত্রে ইউলিয়ার অভিষেক হয়েছিল গানের মাধ্যমে। এবার অভিনেত্রী হিসেবে বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। পরিচালক প্রেম সোনির ‘রাধা কিঁয়ু গৌরী ম্যায় কিঁয়ু কালা’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন ইউলিয়া। আর এ অভিষেকের জন্য সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন ইউলিয়া।

এর আগে একবার গুঞ্জন ছড়িয়েছিল, সালমান-ইউলিয়ার বাগদান হয়ে গেছে। এমনকি এ খবর প্রকাশ পেয়েছিল, তাঁরা খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু সে খবর সত্যি হয়নি।

সালমান-ভক্তদের আশা, নতুন বছরে সম্পর্কের ব্যাপারটি প্রকাশ্যে আনবেন এ যুগল। আর কে-ই বা না চান বলিউড ভাইজানকে বিবাহিত দেখতে?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে