অচিরেই ডুবে যেতে পারে পৃথিবী দেখুন ভিডিওটি

আর এর কারণ হিসেবে একমাত্র দায়ি ছিল অ্যান্টার্কটিকা মহাদেশের পাহাড় সমান বিশাল বিশাল বরফের চাই গলে যাওয়া।
এবার সেই অশনি সংকেত দিলেন পরিবেশ ও ভূবিজ্ঞানীরা।
প্রাগৈতিহাসিক এ ঘটনার পূনরাবৃত্তি ঘটতে পারে বলে আশংকা করছেন তারা।
তবে এবারেরটি হতে পারে আরও ভয়াবহ। বিজ্ঞানীদের ধারণা এবার মহাসাগরগুলোর জলস্তর ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত উঠে আসবে। যা কি না ৬-৭ তলা বাড়ির সমান!
এতে প্রথম ধাক্কাতেই ডুবে যাবে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলংকার মতো দেশগুলো।
সম্প্রতি ওরেগন স্টেট ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞান বিভাগের একটি গবেষণায় প্রকাশ হয়েছে এসব তথ্য।
আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স’-এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
চলতি মাসেই ওয়াশিংটনে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের (এজিইউ) বৈঠকে এ গবেষণাপত্রটি পড়া হয়েছে।
সে গবেষণাপত্রে এর জন্য একমাত্র দায়ি করা হয়েছে বৈশ্বিক উষ্ণতাকে।
সেখানে বলা হয়েছে, খুব দ্রুত গলে যাচ্ছে কুমেরুর বরফের বড় বড় চাঙরগুলো।
এমনটা চলতে থাকলে আগামী ৫০ বছরের মধ্যেই মহাপ্লাবনে প্লাবিত হবে পৃথিবী। ধ্বংস হয়ে যেতে পারে এই সভ্যতা!
পৃথিবী ডুবে গেলে কেমন হবে পৃথিবী সে বিষয়ে একটি ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে।
ওই গবেষণার জলবায়ু বিজ্ঞানীদের অন্যতম সিদ্ধার্থ রঙ্গনাথন ও দেবযানী দত্ত ভট্টাচার্য জানান, ‘ সোয়া এক লক্ষ বছর আগে বায়ুমণ্ডল ভেদ এসেছিল সূর্যের ভয়ঙ্কর সৌরঝড়, সৌরবায়ু। যে কারণে পৃথিবী এতটাই উষ্ণ হয়েছিল যে কুমেরুর বরফের পাহাড়গুলো খুব দ্রুত হারে গলতে বাধ্য হয়েছিল।’
তারা বলেন, সে সময় বিশাল ওই চাঙরগুলো গলে যাওয়ার পেছনে মানবসভ্যতার কোনো হাত ছিল না। তা ছিল একেবারেই প্রাকৃতিক ঘটনা।
কিন্তু এবার পৃথিবীকে এমন ধ্বংসের দিকে সভ্যতা নিজেই ঠেলে দিচ্ছে বলে জানান বিজ্ঞানীরা।
গবেষকরা দেখেছেন, গত দেড় থেকে দু’দশক ধরে যে গতিতে কুমেরুর বরফ চাইগুলো গলে গিয়ে পাতলা হয়ে গিয়েছে, সে হিসাবে কুমেরুর পশ্চিম প্রান্তের বরফের চাইগুলো আরও দ্রুত ও বেশি পরিমাণে গলে যাবে।
তারা জানান, গত ২৫ বছরে কুমেরুতে গলেছে ৩ লাখ কোটি টন বরফ! সে তুলানায় বরফ জমেনি।
তবে কবে হতে পারে সেই মহাপ্লাবন! সেই প্রশ্নে একটি পরিসংখ্যান এসেছে ওই গবেষণায়।
তারা বলছেন, প্রতি ১০০ বছরে সমুদ্রপৃষ্ঠের পানি ৮ থেকে ১০ ফুট করে উঠছে।
সে হিসাবে ৮০ ফুট উঠতে আটশত বছর লাগার কথা। সে অর্থে ২৮০০ সালের মধ্যেই সেই মহাপ্লাবন হবে পৃথিবীতে।
তবে যে হারে গলছে অ্যান্টার্কটিকা! তাতে এ সময় খুব দ্রুতই কাছে চলে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেন জলবায়ু বিজ্ঞানীরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা