ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বিয়ের আগে শর্ট ট্রিপে অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৮ ০১:৪৫:৩৯
বিয়ের আগে শর্ট ট্রিপে অঙ্কুশ-ঐন্দ্রিলা

তাঁদের এয়ারপোর্টের এই ছবি দেখে রীতিমত হাহাকার পড়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ ফ্যানেরা আবারও তাঁদের বিয়ে নিয়ে প্রশ্ন তুলছেন ট্যুইটার, ফেসবুকে৷ কমেন্ট সেকশনে সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, “আমার জন্য চকোলেট আনিস৷ আর ততক্ষণ শপিং করতে থাক যতক্ষণ না অঙ্কুশ ব্যাঙ্করাপ্ট হয়ে যাচ্ছে৷”

অন্যদিকে চিন্তায় পড়েছেন ঐন্দ্রিলা-ভক্তরা৷ দুবাই যাচ্ছেন নায়িকা, তাহলে কী কয়েকদিনের জন্য ‘ফাগুন বউ’ ধারাবাহিকের থেকে উধাও থাকবেন তিনি৷ যদিও অধিকাংশ মানুষ তাঁদের সেফ জার্নি উইশ করেছেন৷ ‘ফাগুন বউ’ ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের মেঘলা৷ অর্থাৎ সোলাঙ্কি রায়৷

সোলাঙ্কির এন্ট্রিই মোহুল এবং রোদ্দুরের সম্পর্কের ভাঙনের কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ ধারাবাহিকে সোলাঙ্কি একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করছেন৷ রোদ্দুরের পুরনো বন্ধু৷ অন্যদিকে রোদ্দুর জেনে গিয়েছে সে তার পরিবারের ছেলে নয়৷ রক্তের কোনও সম্পর্কই তার সঙ্গে তার পরিবারের নেই৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে