ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মোবাইল ব্যাংকিং বন্ধ থাকবে দুই দিন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৭ ২০:২৭:৫৪
মোবাইল ব্যাংকিং বন্ধ থাকবে দুই দিন

এতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, দেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে ২৮ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর (রোববার) বিকেল ৫টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে ২৯ ডিসেম্বর (শনিবার) বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর (রোববার) বিকেল ৫টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পারে বলে ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

তবে এর আগে সকালে এক নির্দেশনায় নির্বাচনী ছুটিতে এটিএম ও মোবাইল ব্যাংকিং সার্ভিস নিরবচ্ছিন্ন রাখার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। পরে নির্বাচন কমিশনের নির্দেশনার পর মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ ঘোষণা করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে