ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

দারুন সুখবর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভক্তদের জন্য খেলছেন স্টিভ স্মিথ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৭ ১৬:০৯:০৫
দারুন সুখবর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভক্তদের জন্য খেলছেন স্টিভ স্মিথ

এর আগে স্মিথকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে অন্তর্ভুক্ত করলে অন্য ফ্র্যাঞ্চাইজিদের বাধার মুখে তিনি খেলতে পারবেন না বলে জানায় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুরোধে এ নিয়ে বেশ ভাবতে হয়েছে কর্তৃপক্ষকে। অবশেষে সিদ্ধান্ত এসেছে, বিপিএলে অংশ নিতে কোনো বাধা নেই স্মিথের।

স্মিথকে বিপিএলে খেলার সুযোগ করে দিতে অবশ্য আইনই পাল্টে ফেলতে হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। আগের আইন অনুযায়ী, প্লেয়ার ড্রাফটে নেই এমন কোনো খেলোয়াড়কে নিলামের পর দলে ভেড়ানোর সুযোগ নেই ফ্র্যাঞ্চাইজিগুলোর। স্মিথ প্লেয়ার ড্রাফটে ছিলেন না বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তার অন্তর্ভুক্তিতে আপত্তি জানায় অন্য ফ্র্যাঞ্চাইজিরা। তবে নিয়মে সংশোধন এনে এখন থেকে একজন করে ক্রিকেটার ড্রাফটের বাইরে থেকে দলে ভেড়ানোর সুযোগ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্লেয়ার ড্রাফটেই ভালো দল গড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্মিথকে পেয়ে আরও শক্তিশালী হয়েছে। দলটির নেতৃত্বে এবারও থাকবেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। পাশাপাশি রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি; আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ও। তারকা ক্রিকেটারদের মধ্যে আরও আছেন অভিজ্ঞ মোহাম্মদ শহীদ, মোশারফ হোসেন রুবেল, শামসুর রহমানের মতো অভিজ্ঞরা।

বিদেশি ক্রিকেটারের মধ্যে পাকিস্তানি রয়েছেন তিনজন। এরা হলেন- শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, আমির ইয়ামিন। এছাড়া শ্রীলঙ্কার দুইজন- আসেলা গুনারত্নে ও থিসারা পেরেরা, ইংল্যান্ডের একজন- লিয়াম ডওসন, উইন্ডিজের একজন- এভিন লুইস এবং আফগানিস্তানের ১৭ বছর বয়সী ওয়াকার সালমাখেইল রয়েছেন স্কোয়াডে। এবার স্কোয়াডে পাকাপোক্তভাবে যোগ হল স্মিথের নামও।

এক নজরে বিপিএলের ষষ্ঠ আসরের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড-

দেশি: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশাররফ রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা।

বিদেশি: স্টিভ স্মিথ, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল, আমির ইয়ামিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে