ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

এবার বলিউড থেকে হলিউডে টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৭ ১৫:০০:৩৬
এবার বলিউড থেকে হলিউডে টাইগার শ্রফ

২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় টাইগার শ্রফের। ক্যারিয়ারের চার বছরে দিয়েছেন একাধিক বড় হিট। আর ‘বাঘী’ সিরিজের সবগুলো ছবি দারুণ ব্যবসা করেছে। গত চার বছরে তৈরি হয়েছে অগণিত ভক্ত।

শোনা গিয়েছে হলিউডের ছবিতে দেখা যাবে তাকে। নাচ এবং অভিনয় দিয়ে মাত করা এই অভিনেতা কাজ করবেন লরেন্স ক্যাসানভ-এর সঙ্গে। ক্যাসানভ নাকি ভারত এসে দেখাও করে গেছেন এই তারকার সঙ্গে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে টাইগারকে হলিউডের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছেন, ‘এখনো কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। তবে কথাবার্তা চলছে। এত আগে কিছু প্রকাশ করতে চাইনা।’

টাইগারকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবিতে হৃতিকের সঙ্গে। হৃতিকের সঙ্গে এক ফ্রেমে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বাসিত এই তারকা। ছবির নাম এখনও ঠিক হয়নি। টাইগার জানিয়েছেন ছবির গল্প খুব সুন্দর এবং তাদের দুজনের চরিত্রই বেশ চ্যালেঞ্জিং। তাই দর্শকরা পছন্দ করবেন ছবিটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে