ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মাশরাফি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৬ ১৯:৩৩:৫৮
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মাশরাফি

এ সময় তিনি আরও বলেন, ‘আমার কোনো ভুলত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। নড়াইলের মানুষের সেবা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এদিকে আজ দুপুরে রতডাঙ্গা বাজারে গণসংযোগ ও পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ চান মাশরাফী। এদিকে দেখা যাচ্ছে প্রতিদিন একাধিক পথসভা করছেন মাশরাফী। উৎসুক জনতা তার বক্তব্য শুনতে জায়গায় জায়গায় ভিড় জমাচ্ছেন।

এদিকে নড়াইলে মামা বাড়ি থেকে মোটর সাইকেল যোগে রতডাঙ্গা বাজারে পৌঁছান মাশরাফী। সেখানেই দিনের প্রথম গণসংযোগ ও পথসভায় করেন। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল মাঠ, দত্তপাড়া, নকশী বাজারসহ মোট দশটি জায়গায় গণসংযোগ করেন নড়াইল-এক্সপ্রেস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে