ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

৩০০ এমপির কাছে যা চাইলেন চিত্রনায়ক বাপ্পি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৩ ২৩:২৫:৫৭
৩০০ এমপির কাছে যা চাইলেন চিত্রনায়ক বাপ্পি

দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নের লক্ষ্যে নতুন সরকার ও এমপিদের কাছে কয়েকটি দাবি জানিয়েছেন এ তারকা।

নিজের নির্বাচনী ভাবনা জানাতে গিয়ে নিয়ে তিনি বলেন, বাংলাদেশের ৩০০ এমপির কাছে তিনশটি মাল্টিপ্লেক্স চাই।

চিত্র নায়ক বাপ্পি বলেন, বহির্বিশ্বে যে কোনও দেশ তারা নিজেদের রিপ্রেজেন্ট করে হয় সংস্কৃতি না হয় খেলার মাধ্যমে। খেলাধুলায় অলরেডি আমরা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি। বিশেষ করে ক্রিকেটে। এখন সিনেমার পালা, কারণ হলিউড, বলিউড তাদের দেশকে রিপ্রেজেন্ট করছে।

বাপ্পি চৌধুরী আরও বলেন, প্রত্যেক জেলা শহরগুলোকে ভার্চুয়াল সিটি বানানোর দাবি করছি। সারা শহর ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে, ট্র্যাফিক পুলিশ থাকবে না, সবকিছু কম্পিউটারাইজড হবে। এছাড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের আরও উৎকর্ষতা আনতে হবে।

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে আবির্ভাব ঘটে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে