ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মোবাইলে যেভাবে পাবেন সমাপনী ও জেএসসির ফল

শিক্ষা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৩ ২২:২৭:৩৫
মোবাইলে যেভাবে পাবেন সমাপনী ও জেএসসির ফল

শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সোমবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।

এরপর বেলা ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির বিস্তারিত ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। আর দুপুর ১টায় নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ক্ষুদেদের সমাপনীর ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন গণশিক্ষা মন্ত্রী।

নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়া মোবাইলে এসএমএস করে এবং অনলাইনে ফল জানা যাবে।

মোবাইল এসএমএস পদ্ধতি:

যে কোন মোবাইল অপারেটরের মেসেজ অপশনে যান। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল জানতে লিখুন DPE। স্পেস দিন। পরীক্ষার্থীর নিজ উপজেলা বা থানার কোড নম্বর লিখুন। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে এই কোড দেয়া আছে। এরপর আবার স্পেস দিন রোল নম্বর লিখুন। পরীক্ষার বছর ২০১৮ লিখুন।

আর ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল জানতে লিখুন EBT। স্পেস দিন। পরীক্ষার্থীর নিজ উপজেলা বা থানার কোড নম্বর লিখুন। এরপর আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখুন এরপর পরীক্ষার বছর লিখুন। এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএস এ পরীক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে