ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণার দিনক্ষণ জানালেন নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৩ ১৯:১১:২৩
নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণার দিনক্ষণ জানালেন নান্নু

এরই মধ্যে আসন্ন সফরের জন্য দল ঘোষণার দিনক্ষণও জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জানুয়ারির মাঝমাঝিতেই নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণা করা হবে বলেই জানিয়েছেন নান্নু।

এ প্রসঙ্গে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘যেই কন্ডিশনে যেভাবে খেলতে হয় ওইভাবেই কিন্তু অগ্রসর হতে হবে। আমাদের মাথায় পরিকল্পনা আছে সেটা নিয়ে কাজ করব। আগামী জানুয়ারির ১৫ তারিখের মধ্যেই আমরা দল ঘোষণা করব।’

নিউজিল্যান্ডে বাংলাদেশের পুরনো অভিজ্ঞতা সন্তোষজনক নয়। আর তাই বাড়তি পরিকল্পনায় চোখ বোর্ড কর্তাদের। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘নিউজিল্যান্ডের জন্য তো অবশ্যই আমাদের মাথায় আছে। আমরা টীম ম্যানেজমেন্টের সাথে বসে আলাপ করব। আমাদের একটা পরিকল্পনা আছে আমরা এটা নিয়ে বসবো।’

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে