ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মাঠে নামার আগে টাইগারদের যে হুমকি দিয়ে রাখলো অলরাউন্ডার পল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২১ ২১:১৯:৪২
মাঠে নামার আগে টাইগারদের যে হুমকি দিয়ে রাখলো অলরাউন্ডার পল

শেষ ম্যাচ নিয়ে তার ভাষ্য, ‘এখন পর্যন্ত সিরিজটা আমাদের জন্য বেশ কঠিন গেছে। আমরা টি-টোয়েন্টি সিরিজে আসার আগে ওয়ানডে সিরিজ হেরেছি। এরপরও আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। এখনো যে আত্মবিশ্বাস আছে, সেটার প্রয়োগ করে সিরিজ জেতা যায়, যেহেতু এখন ১-১ সমতা আছে। আমরা অবশ্যই আগামীকাল নেমে নিজেদের ১১০ ভাগ ঢেলে দিয়ে জিততে মনোযোগী এবং সিরিজ জেতার দিকেই লক্ষ্য রাখছি।’

ডানহাতি এই পেস অলরাউন্ডারের মতে, সিলেট ও মিরপুরের উইকেটে পার্থক্য থাকায় দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে, ‘দুই ম্যাচে পুরোপুরি ভিন্ন দুই রকমের উইকেট ছিল। কিন্তু আমরা একই পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারি না। আমাদের প্রতিটি খেলায় একই পরিকল্পনা থাকতে পারে না। তাই উপযুক্ত পরিকল্পনা আমাদের বের করতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে