ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

শেষ পর্যন্ত আইসিইউতে নিয়ে যাওয়া হল টেলি সামাদকে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২১ ২১:০০:৪৬
শেষ পর্যন্ত আইসিইউতে নিয়ে যাওয়া হল টেলি সামাদকে

এদিকে আজ শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এদিকে টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী সার্বক্ষণিক হাসপাতালে বাবার পাশে রয়েছেন। তাছাড়া টেলি সামাদকে আইসিইউতে স্থানান্তর করার তথ্যটি তিনিই নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কাকলী জানান, তার বাবার শারীরিক অবস্থা ভালো-মন্দ কিছুই বুঝতে পারছেন না তারা। তার রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছিল। এই চিকিৎসা বিএসএমএমইউতে ভালো হয়। তাই তাকে স্থানান্তর করার পরামর্শ দেন ডাক্তাররা। এখানে এনে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এর আগে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। এদিকে চিকিৎসকদের বরাত দিয়ে কাকলী জানান, তার বাবার বুকে সংক্রমণ রয়েছে। তার সুস্থতায় পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে