ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

ছাদ থেকে লাখ লাখ টাকা ছড়ালেন তরুণ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২০ ০১:৩১:৫১
ছাদ থেকে লাখ লাখ টাকা ছড়ালেন তরুণ

ক্রিপটোকারেন্সি বিটকয়েনে লেনদেনের মাধ্যমে কোটিপতি হওয়া চিং-কিটের টাকা ছড়ানোর ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ভবনের ছাদে দাঁড়ানো অবস্থায় এ যুবককে পথচারীদের দিকে টাকা ছুড়ে দিতে এবং নোটগুলো ধরতে নিচে থাকা কয়েক ডজন লোককে হুড়োহুড়ি ও চিৎকার করতে দেখা গেছে। গ্রেপ্তার হওয়ার আগে চিং-কিট প্রায় দুই লাখ হংকং ডলার (বাংলাদেশি ২১ লাখ ৪৩ হাজার ৭৪৯ টাকা) বৃষ্টির মতো ছিটান বলে প্রতিবেদনে বলা হয়।

তরুণ এ কোটিপতি নিজের ফেসবুক পেইজ ইপোচ ক্রিপটোকারেন্সিতে গ্রেপ্তারের দৃশ্যটি সরাসরি সম্প্রচারও করেছেন।

পুলিশের হাতে আটক হওয়ার আগে ওই পেজে টাকা ছিটানোর একটি ছবিও দেওয়া ছিল। যেখানে চিং-কিটের বরাতে লেখা ছিল বড়লোকদের কাছ থেকে অর্থ লুট করে গরিবদের সাহায্য করার আকাঙ্ক্ষার কথা।

তবে এশিয়া ক্রিপ্টো টুডে বলছে, চিং-কিটের রোববারের এ ‘স্টান্ট’ মোটেও মহৎ কোনো উদ্দেশ্য থেকে করা হয়নি। করা হয়েছে নিজের এক প্রকল্পের প্রচারে।

হংকংয়ে যারা ক্রিপ্টেকারেন্সিতে লেনদেন করেন তাদের নিজেদের সার্কেলে চিং-কিট বজ্জাত ও ধড়িবাজ হিসেবেই পরিচিত বলে দাবি সংবাদমাধ্যমটির। রোববারের এ লোক দেখানো টাকা ছিটানোর পেছনেও তার উদ্দেশ্য ছিল- নিজের ফাইলক্যাশ কয়েন প্রকল্পের প্রচার, বলছে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে