ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

যে কারনে সুন্দরী বউ পেয়েছেন অভিষেক

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২০ ০০:৪৭:৫৯
যে কারনে সুন্দরী বউ পেয়েছেন অভিষেক

সাধারণত, অভিষেক বচ্চন শান্ত স্বভাবের। তবে এ ধরনের সমলোচনায় বেজায় রেগে যান তিনি। অভিষেক রেগে গিয়ে জবাব দেন,আমি যে জায়গায় পৌঁছেছি, সেই পর্যন্তই এসে দেখান। আপনি আমার জুতোর থেকেও অনেক দূরে রয়েছেন। আমার মতো ১০ কদমও এগিয়ে দেখান তাহলে বুঝব। নিজের চরকায় তেল দিন, অন্যদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।

যদিও অভিষেক কড়া জবাবের পর ববি দেওল নামে ওই নেটিজেন অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন।

তিনি বলেন, আমি নেহাতই মজার ছলে কথাগুলো বলেছি। আপনি তো যথেষ্ট শান্ত মানুষ। আপনার 'তেরা জাদু চল গয়া' যখন দেখতে গিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। আমার এ ধরনের মজায় যদি খারাপ লেগে থাকে তাহলে দুঃখিত। প্রসঙ্গত, শুধু অভিষেকই নন, সোশ্যাল সাইটে বহু তারকাকেই নানান সময় বিভিন্ন আক্রমণের মুখে পড়তে হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে