ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নুসরাত ফারিয়া এখন কী করবেন, সিনেমা না বিয়ে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৯ ২৩:৫৩:১৯
নুসরাত ফারিয়া এখন কী করবেন, সিনেমা না বিয়ে

ভোটের এমন পরিস্থিতিতে ফারিয়ার কাছে বাংলা ট্রিবিউনের জিজ্ঞাসা ছিল, কী করবেন তাহলে? ভোটের বিচারে তো ২০১৯ সালে বিয়েটাই করা উচিত! তিনি কাটা কাটা কণ্ঠে বললেন, ‘দুই বছরের আগে বিয়েই করবো না।’

তাহলে কেন এই ভোটাভুটি? তবে কি আমজনতার ভোটের কোনও মূল্য নেই! ফারিয়া এবার বুঝিয়ে বলতে চাইলেন, ‘প্রথমত এই ভোট করার মানে হচ্ছে মানুষের মেন্টালিটি যাচাই করার জন্য। এই ভোটের মূল্য অবশ্যই আছে। নির্বাচনটা না করলে তো টেরই পেতাম না মানুষ আমার বিয়ে নিয়ে এতটা ভাবছে! আমি সত্যিই এই ভোটারদের ভালোবাসি। যারা বিয়ে করতে বলছেন, তারাও যেমন আমার মঙ্গল চান আবার যারা সিনেমা করতে বলছেন, তারাও তাই। যদিও নতুন বছরে বিয়েটা আমি করতে পারছি না। দুঃখিত। বরং দ্বিগুণ উৎসাহ নিয়ে আরও দুইটা বছর সিনেমা করতে চাই। তারপর ধুমধাম বিয়ে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে