ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

মালয়েশিয়ায় বদলে যাচ্ছে প্রবাসীদের লেভি সিস্টেম

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৮ ০০:২৫:২৪
মালয়েশিয়ায় বদলে যাচ্ছে প্রবাসীদের লেভি সিস্টেম

গত বুধবার দেশটির স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী দাতুক মোহাম্মদ আজিজ বলেন, অবৈধ অভিবাসী সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে ৷ এ ছাড়াও আজিজ জানিয়েছেন, নতুন বিদেশি নিয়োগের জন্য নীতিমালা সংশোধন ও সুসংহত করার লক্ষ্যে মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে তার মন্ত্রণালয় কাজ করছে ৷ ‘খুব শীঘ্রই নতুন বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন প্রক্রিয়া, লেভি পেমেন্ট এবং নতুন শর্ত ঘোষণা করা হবে’ বলেও জানান তিনি ৷

মোহাম্মদ আজিজ জামান জানিয়েছেন, আর কোন বৈধকরণ প্রক্রিয়ায় যাবে না মালয়েশিয়া। তিনি বলেছেন, ‘ঘন ঘন বৈধ করণ প্রক্রিয়া দেশের জন্য নেতিবাচক সংস্কৃতি হতে পারে ৷ অভিবাসী কর্মীরা মালয়েশিয়ার আইনকে হালকাভাবে নিয়ে ইচ্ছাকৃতভাবে বেশি অর্থোপার্জনের জন্য অবৈধ হয়ে যায়।’

প্রতিমন্ত্রী আরো জানান, এই জন্যই অভিবাসন দপ্তর কঠোর অভিযান পরিচালনা করেছে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ বিদেশিদের একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছিল যে, তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে কোন আপোষ করা হবে না ৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে