ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সৌদিতে ৪১ কাজের ক্ষেত্রে আরোপ করা হল বিধিনিষেধ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৮ ০০:২১:১৮
সৌদিতে ৪১ কাজের ক্ষেত্রে আরোপ করা হল বিধিনিষেধ

আরব নিউজের ওই প্রতিবেদনে জানানো হয়, দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ বিন সুলেইমান এনজিও, খুচরা পণ্য বিক্রয় ও পর্যটন সংশ্লিষ্ট ৪১টি ভিন্ন ভিন্ন খাতের ওপর বিধিনিষেধ আরোপ করে একটি নির্বাহী আদেশ (ডিক্রি) জারি করেছেন।

বেসরকারি খাতের ওপর নতুন করে জারিকৃত এই বিধিনিষেধ কার্যকর হবে আগামী বছরের ৭ এপ্রিল থেকে। তবে পর্যটন খাতের জন্য এ নির্বাহী আদেশ ২০১৯ সালের ১০ জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। আপাতত দেশটির অন্যতম গুরত্বপূর্ণ ও পবিত্রভূমি মদিনায় এ আদেশ কার্যকর করা হবে।

বিধিনিষেধের আওতায় থাকা কাজের ক্ষেত্রগুলো হচ্ছে- গাড়িচালক, অর্ডার গ্রহণকারী, নিরাপত্তা প্রহরী, খাদ্য পরিষেবা কর্মচারী, টেলিফোন অপারেটর, তথ্যপূরণ সহকারী, প্রশাসনিক সহকারী, রুম সুপারভাইজার, রক্ষণাবেক্ষণ সুপারভাইজার, বিক্রয় ও বিপণন সুপারভাইজারহ অন্যান্য খাত।

এছাড়াও পর্যটন খাতে- অফিস সুপারভাইজার, টেলিফোন অপারেটর, নিরাপত্তা প্রহরী, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক, রুম সার্ভিস ম্যানেজার, গ্রাহক সেবা ব্যবস্থাপক, প্রশাসনিক পরিচালক, বিক্রয় ও বিপণন প্রতিনিধি ও পর্যটন কর্মসূচীর পরিচালকসহ আরও বেশ কিছু খাত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে