ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

হতাশা ভালো, আশার জন্ম সেখানেই : ক্যাটরিনা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৭ ২২:৫৪:৪৩
হতাশা ভালো, আশার জন্ম সেখানেই : ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ মনে করেন, থাগস অব হিন্দোস্তানের ক্ষেত্রে কিছু একটা গোলমাল হয়েছিল। তবে তাঁর মত, এ সিনেমায় সর্বোচ্চটুকুই দিয়েছিলেন তিনি।

গত মাসে আমির খান বলেছিলেন, থাগস অব হিন্দোস্তান বক্স অফিসে সাফল্য না পাওয়ার ‘পুরো দায়’ তাঁর। এবার সেই সিনেমায় তাঁর সহ-অভিনেত্রী ক্যাটরিনা সংবাদ সংস্থা পিটিআইকে বললেন, সিনেমাটির ব্যর্থতা তাঁকে ‘গভীরভাবে ব্যথিত’ করেছে।

ছবিতে ক্যাটরিনা কাইফ একজন নর্তকীর চরিত্রে অভিনয় করেছিলেন। তবে বক্স অফিসে ব্যর্থতা তাঁদের চোখ খুলে দিয়েছে।

‘আমি জানি আমির বিষয়টি নিয়ে কথা বলেছেন, এটা সত্যিই গভীরভাবে ব্যথিত করেছে এবং ব্যক্তিগতভাবেও। তবে হতাশা সব সময় ভালো, কারণ তা থেকেই আশার সূচনা হয়’, বলেন ক্যাটরিনা। পাশাপাশি ক্যাটরিনা জানান, তাঁদের চেষ্টায় কোনো কমতি ছিল না। কিন্তু কিছু একটা ঠিকমতো কাজ করেনি।

সুপারস্টার আমির খানও একই সুরে বলেছি‌লেন, ‘দর্শকের ভালো না লাগা, বক্স অফিসে ব্যর্থতার পুরো দায় আমার।’

১৭৯৫ সালে ব্রিটিশ অধ্যুষিত ভারতের প্রেক্ষাপটে তৈরি বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমা থাগস অব হিন্দোস্তান। এর বাজেট ছিল ৩০০ কোটি রুপি। সিনেমায় ছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চনও।

আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফ অভিনীত নতুন সিনেমা ‘জিরো’। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন সুপারস্টার শাহরুখ খান ও ‘পিকে’ খ্যাত আনুশকা শর্মা।

জিরো সম্পর্কে ক্যাটরিনা পিটিআইকে বলেন, ‘আগে থেকে কিছু বলা মুশকিল। তবে এই সিনেমাতে আমরা সবাই খুব পরিশ্রম করেছি। এর গল্পটাও খুব ভালো। আনন্দ এল রাই অসামান্য গল্প বলেন।’

ছবিতে বামন বাউয়া সিং চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। আর ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন তারকা ববিতা কুমারীর চরিত্রে। আর আনুশকা শর্মা রোগে ভোগা বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমার গল্পে দেখা যায়, বামন বাউয়া সিং সেরিব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাইয়ের প্রেমে পড়ে। কিন্তু তার প্রেমকাহিনীতে নতুন মোচড় আসে, যখন সে ফের একজন মদে মত্ত অভিনেত্রী ববিতা কুমারীর প্রেমে পড়ে। পরে ববিতা তাকে অপমান করলে বাউয়া উপলব্ধি করে, সে সব শেষ করে ফেলেছে। এর পর বাউয়া ফের আফিয়াকে পাওয়ার চেষ্টা করে। শেষে কী হয়, তা জানতে ছবিটি দেখতে হবে।

২০১২ সালের ‘জব তক হ্যায় জানর’ পরে দ্বিতীয়বার রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ, আনুশকা ও ক্যাটরিনাকে। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে