ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সাকিব কেন এমন সিদ্ধান্ত নিল বুঝলাম না : নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৭ ১৯:৪৩:১৮
সাকিব কেন এমন সিদ্ধান্ত নিল বুঝলাম না : নান্নু

তার মতে, যেহেতু উইকেট মন্থর ছিলো না, সেহেতু টস জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ে পাঠানো উচিৎ ছিল। আজকের এই ম্যাচে টসে জিতে বাংলাদেশের ব্যাটিংয়ে নামাটা ভুল বলা যেত না যদি সেটা পরিকল্পনা মাফিক হতো এবং বাংলাদেশ কমপক্ষে ১৬০ রান তুলতে পারতো।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাদের উড়িয়ে দিয়েছে। ব্যাটিং করেছে একদমই পরিকল্পনা ছাড়া। গায়ের জোরে শটস খেললে তো আর হবে না। খেলতে হবে পরিকল্পানা মাফিক। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখানে আগে ব্যাটিং কেনো করলো বুঝলাম না। যেহেতু উইকেট মন্থর ছিলো না এবং এখানে আমরা শেষ ওয়ানডেতে রান তাড়া করে জিতেছি তাই শেষে ব্যাটিং করতে পারতো। তারপরেও এই দলের সঙ্গে যদি ১৬০ রান করা যায় তাহলে তো জেতা যাবে না।’

তিনি আরো বলেন, ‘ওরা আমাদের সব বিভাগেই উড়িয়ে দিয়েছে। ব্যাট তো ভাল হয়ই নি, বোলিং ও ভাল হয়নি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে