ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

বাড়িতে সন্ত্রাসী হামলা, যা বললেন অভিনেতা মাহফুজ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৭ ১৮:৫০:৩৯
বাড়িতে সন্ত্রাসী হামলা, যা বললেন অভিনেতা মাহফুজ

আওয়ামী লিগের নির্বাচনী প্রচারণায় আপনাকে দেখা গেছে। আপনি ভিডিও বার্তায় নৌকা মার্কার জন্য ভোট চেয়েছেন। কোন রাজনৈতিক হামলা কী এটা? উত্তরে মাহফুজ আহমেদ বলেন,‘কোন কারণে যে এই হামলা এটা তো বুঝতে পারছি না। এটা পুলিশই খুঁজে বের করবেন।’

নিজের রাজনৈতিক মতাদর্শ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বললেন, ‘আমার জীবনে এমন ঘটনা আগে ঘটে নাই। আমি কোনো দলের কর্মীও না। কোনো দলের কর্মী হয়ে কাজ করিনি, করবোও না। তবে ব্যক্তিগত ভাবে শিল্পীদের প্রতি, শিল্পের প্রতি, নাটক সিনেমার প্রতি, সাহিত্যের প্রতি শেখ হাসিনার যে মমতা, ভালোবাসা, খোঁজ খবর রাখা, এটা আমাকে মুগ্ধ করে। এই মুগ্ধতার কারণে উনার প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতা আছে।’

মাহফুজ আরও বলেন, ‘মনে আছে হয় তো। একটা ছোট বাচ্চা প্রধানমন্ত্রীর কাছে, এলাকায় ব্রিজ নির্মাণের অনুরোধ জানিয়ে একটা চিঠি লিখেছিল। সেই চিঠির উত্তরও উনি দিয়েছিলেন। শেখ হাসিনাকে পছন্দ করার এমন অনেক কারনই আছে। আরকটা কথা বলি, ব্যক্তিগত দুর্বলতা মানে কিন্ত দলীয় দুর্বলতা না। আমি কোনো দল করি না, করবোও না কখনো। আমি দলীয় রাজনীতি পছন্দ করি না। শিল্পীরা দলীয় রাজনীতি না করাই ভালো বলে আমি মনে করি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে