ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

চুরি রুখতে চোর নিয়োগের বিজ্ঞাপন,অত:পর

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৭ ০১:২৪:২৭
চুরি রুখতে চোর নিয়োগের বিজ্ঞাপন,অত:পর

বিজ্ঞাপনে কাজের শর্ত হিসেবে বলা হয়েছে, চোরকে ওই নারীর দোকানে এসে চুরি করতে হবে। আর এজন্য প্রতি ঘণ্টার পারিশ্রমিক হিসেবে তিনি পাবেন পঞ্চাশ পাউন্ড। বাংলাদেশি টাকার যার মূল্য প্রায় পাঁচ হাজার তিনশ ৩০ টাকা।

শুধু তাই নয়। চুরি করা জিনিস থেকে, চাইলে তিনটি জামাকাপড়ও রাখতে পারবেন ওই চোর।

আরও আজব ব্যাপার হলো একবার নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার ওই নারীর দোকানে চুরি করতে হবে ওই চোরকে। এরপর ওই চোরকে একটি রিপোর্টও দিতে হবে। সেই রিপোর্টে লিখতে হবে চোরটি কীভাবে এবং কতগুলো জিনিস চুরি করেছে।

তবে ওই নারী যে যে মজা করার জন্য এই বিজ্ঞাপন দেননি, তা বোঝানোর জন্য রীতিমতো ব্যাখ্যাও দিয়েছেন।

তার ভাষায়, বহু বছর ধরেই উৎসবের মৌসুমে বিপদের মুখে পড়ছেন তিনি। কারণ এই সময়েই তার দোকানে চুরির হার বেড়ে যায়। এ বছর তিনি আর কোনও ঝুঁকি নিতে চান না।

ওই নারী লিখেন, আমার একজন পেশাদারকে চাই যে আমার স্টোরের নিরাপত্তার ফাঁকফোকরগুলো বের করে দেবে। চুরি করলেই সেগুলি বোঝা যাবে।

তিনি লিখেন, ২০১৩ সালে আমি দোকান খুলেছি। তারপরে ক্রিসমাসের সময়তেই চুরির হার এতো বেড়ে যায় যে, আমার খুব লোকসান হয়। তাই পেশাদার চোরের সাহায্যে তিনি বুঝতে পারবেন কীভাবে তার দোকানে চুরি হয়। আর সে অনুযায়ী ঢেলে সাজাবেন নিরাপত্তা ব্যবস্থাও।

বিজ্ঞাপন দিয়ে ওই নারী সাড়া পেয়েছেন কিনা তা জানা যায়নি। তবে তার এমন বিজ্ঞাপন কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে