ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

প্রিয়াংকা দীপিকাদের টপকে শীর্ষে প্রিয়া প্রকাশ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৩ ১২:৪৭:৪২
প্রিয়াংকা দীপিকাদের টপকে শীর্ষে প্রিয়া প্রকাশ

ইন্টারনেটে সেই ঝড় বয়ে গেছে বছর জুড়েই। এমনটাই জানাচ্ছেন গুগল ইন্ডিয়া।

বুধবার গুগল ইন্ডিয়া প্রকাশ করেছে তাদের জায়ান্ট সার্চ ইঞ্জিনে ভারতীয়রা সবচেয়ে বেশি কাকে খুঁজেছেন সেই তালিকা।

সেখানে বলিউডের নামীদামি সব তারকাকে টপকে একনম্বরে উঠে এসেছে এই মালায়লাম অভিনেত্রীর নাম।

গুগল ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়া প্রকাশই ২০১৮ সালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যাকে সবচেয়ে বেশি গুগলে সার্চ করা হয়েছে।

তবে বছর ব্যাপি আলোচিত প্রিক জুটির পপ তারকা নিক জোনাসকে নিয়েও মেতেছিলেন ভারতীয় নেটিজেন।

প্রিয়া প্রকাশের পরেই গুগল সার্চের তালিকায় রয়েছেন সদ্য বিবাহিত মার্কিন গায়ক নিক জোনাস।

তবে এখানে প্রিয়াংকার সঙ্গে জুটিবদ্ধ হয়ে থাকতে পারেন নি নিক।

জুটি ভেঙে তৃতীয় অবস্থানে এসেছেন টিভি অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী স্বপ্না চৌধুরীর নাম।

গুগলের খোঁজ তালিকায় চতুর্থ নম্বরে স্থান করে নিয়েছেন বলি দেশিগার্ল প্রিয়াংকা চোপড়া।

অভিনেত্রী সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা পঞ্চম স্থানে এসে অনেকটা তাক লাগিয়ে দিয়েছেন।

তবে গুগল ইন্ডিয়ায় এবারের চমক নবাগতা সাইফ আলি খান তনয়া সারা আলি খান।

সবেমাত্র বলিউডে পা রেখেছেন তিনি। গুগল সার্চের সেরা দশের ছয় নম্বরে উঠে এসেছেন 'কেদারনাথ' ছবির নায়িকা সারা আলি খান।

লাকি সেভেন হয়েছে বলিউড ভাইজান সালমান খান।

আট নম্বরে ভারতীয়রা দেশের বাইরে নজর দিয়েছেন। তারা গুগলে খুঁজেছেন ব্রিটেন রাজবধূ ডাচেস অব সাসেক্স মেগান মর্কেলকে।

বিগবসে তুমুল আলোচিত বলেই হয়ত বছর শেষে গুগল সার্চ তালিকার নয় নম্বরে জায়গা করে নিয়েছেন উপমহাদেশের খ্যাতনামা ভজনশিল্পী অনুপ জলোটা।

দশ নম্বরে রয়েছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে