ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাড়ে তিন লাখ অভিবাসী নেবে কানাডা, যেতে পারেন আপনিও

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১৩ ০১:১৬:০২
সাড়ে তিন লাখ অভিবাসী নেবে কানাডা, যেতে পারেন আপনিও

মোট তিন ধাপে ৯ লাখ ৮০ হাজার বিদেশি নাগরিককে অভিবাসী হিসেবে গ্রহণ করবে কানাডা। বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের মতো বাংলাদেশিরাও কানাডা সরকারের এমন সুযোগ গ্রহণ করতে পারেন।

ল্যান্ড অব ইমিগ্র্যান্ট নামে খ্যাত উত্তর আমেরিকার এই দেশটিকে বিশ্বের নিরাপদ ও অন্যতম সুখী রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। আয়তনের তুলনায় দেশটির জনসংখ্যা খুবই নগণ্য। বর্তমানে ৩ কোটি ৭০ লাখের মতো মানুষ বসবাস করে কানাডায়। মাথাপিছু আয় প্রায় ৫০ হাজারের কাছাকাছি।

জানা যায়, কানাডা সরকার ২০১৭ সালের নভেম্বর মাসে আগামী ৩ বছরে (২০১৮, ২০১৯, ২০২০) ৯ লাখ ৮০ হাজার অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছিল। ঘোষণার ধারাবাহিকতা অনুযায়ী কানাডা সরকার ২০১৯ সালে ৩ লাখ ৩০ হাজার অভিবাসী নেবে।

ইকোনমিক প্রোগ্রামের অধীনে ১ লাখ ৯১ হাজার ৬০০ জন, ফেডারেল হাই স্কিলড প্রোগ্রামে ৮১ হাজার ৪০০, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে ২ হাজার, ফেয়ার গিভার প্রোগ্রামে ১৪ হাজার, ফেডারেল বিজনেস প্রোগ্রামে ৭০০, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ৬১ হাজার, কুইবেক স্কিলড ওয়ার্কার অ্যান্ড বিজনেস প্রোগ্রামে ৩২ হাজার ৫০০।

এর বাইরে ফ্যামিলি প্রোগ্রামের অধীনে ৮৮ হাজার ৫০০ জন। ফ্যামিলি প্রোগ্রামের সাব ক্যাটাগরি হচ্ছে, স্পাউজ, পার্টনার ও চিলড্রেন প্রোগ্রামে ৬৮ হাজার, প্যারেন্টস ও গ্রান্ড প্যারেন্টস ২০ হাজার ৫০০ জন, রিফিউজি অ্যান্ড প্রোটেক্টেড পারসন প্রোগ্রামে ৪৫ হাজার ৬৩০ জন, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামে ৪ হাজার ২৫০ জন।

আগের ঘোষণা অনুযায়ী, ২০২০ সালে কানাডা সরকার ৩ লাখ ৪০ হাজার অভিবাসী নেবে। কানাডার বর্তমান অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন ইতিমধ্যে ২০২১ সালে আরও ৩ লাখ ৫০ হাজার অভিবাসী নেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছেন।

কানাডা সরকারের দেওয়া অভিবাসনের এমন লোভনীয় সুযোগ আগ্রহীরা চেষ্টা করতে পারেন। আর এজন্য এখনই নিদিষ্ট শর্তাবলী পূরণ করে আবেদনের জন্য প্রস্তুতি নিতে পারেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে