ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

মাশরাফি বলেই সম্ভব , কেউ জানতে পারলো না, বুঝতেও পারলো না

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১০ ১৮:৩৯:১১
মাশরাফি বলেই সম্ভব , কেউ জানতে পারলো না, বুঝতেও পারলো না

একটা ভালো না হতেই আরেকটা এসে হাজির। কিন্তু দমে যাওয়ার পাত্র নয় ম্যাশ। ইনজুরিকে চ্যালেঞ্জ জানিয়ে খেলে যাচ্ছেন। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের বিরাট জয় পেয়েছে টাইগাররা। এই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ক্যাপ্টেন মাশরাফি নিজেই। নিজের দু’শো তম ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে স্মরণীয় করে রাখলেন।

তাই ম্যাচ শেষে কথা বলতে আসলেন সাংবাদিক সম্মেলনে। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় কতটা ফিট নিয়ে আছেন? জবাবে ম্যাশ বলেন, ইনজুরি জিম্বাবুয়ে সিরিজে যেটা ছিলো সেটা এখনও ক্যারি করছি। তিন উইকেট পেয়েছি বলে যে একেবারে বেস্টে আছি তা না। সাথে আরও একটা ইনজুরি যোগ হয়েছে হ্যামস্ট্রিংয়ের, যেটা আমার নরমালি ছিল না। শারীরিক ভাবে যা জিম্বাবুয়ে সিরিজ থেকে খুব ভালো আছি তা না।’

পুরাতন ইনজুরির সাথে যে আরো একটা ইনজুরি যোগ হয়েছে সেটি জানিয়ে তিনি আরো বলেন,’আমি শেষ ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছি। ফিটনেস টেস্ট দিইনি আজকে, তৈরি ছিলাম খেলার জন্য। এখন পর্যন্ত একই অবস্থায় আছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ