ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

২০১৫ না ২০১৯ কোন বিশ্বকাপে সব থেকে এগিয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১০ ১৬:২৮:০৫
২০১৫ না ২০১৯ কোন বিশ্বকাপে সব থেকে এগিয়ে বাংলাদেশ

ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাত নম্বরে থেকে ২০১৯ বিশ্বকাপ নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার দল। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য বলা যায় ২০১৫ সালের বিশ্বকাপে। প্রথমবারের মতো বিশ্বকাপে নক আউট পর্বে খেলার গৌরব অর্জন করে মাশরাফির দল। তবে সে সময় দল এবং এসময়ের মাশরাফির দলের মধ্যে অনেক তফাৎ রয়েছে।

তখন দলের জন্য শুধু খেলতেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। কিন্তু এখন অনেকটাই পাল্টে গেছে বাংলাদেশ ক্রিকেট। তিন বছর আগের অনভিজ্ঞ খেলোয়াড়রাও এখন পেয়েছেন অভিজ্ঞতা আর ‘পঞ্চপান্ডবে’র সবাই তো খেলে যাচ্ছেন আপন মহিমায়।

তাই সব কিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন গত বিশ্বকাপের চেয়ে ভালো অবস্থানে থেকেই এবারের বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। এর প্রধান কারণ মূলত দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা।

রোববার ওয়েস্ট ইন্ডিজকে হেসে খেলে হারানোর পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমি বলবো, অবশ্যই এবার (ভালো অবস্থায় আছি)। কারণ, আমরা যাদের তরুণ খেলোয়াড় বলছি ওরা দুই-তিন-চার বছর খেলে ফেলেছে। সৌম্যর তো প্রায় চার বছরই হতে চলেছে। ইমরুল লম্বা সময় ধরে খেলেছে। লিটনও দুই-তিন বছর ধরে খেলেছে। এদের অভিজ্ঞতাও এখন অনেক বেশি।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি পেস বোলারদের দেখেন সাঈফউদ্দিন ছাড়া আর সবাই বেশ অভিজ্ঞ। এখন পারফর্মও করছে বিশেষ করে এই সংস্করণে। ২০১৫ সালে বেশিরভাগই নতুন ছিল। তার মানে এই না বিশ্বকাপে গিয়ে সেমি-ফাইনালে খেলে ফেলবো। দল অবশ্যই ভালো শেপে আছে, যেহেতু অভিজ্ঞতায় এগিয়ে।’

সামনে বিশ্বকাপ, ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত খেলছে দল। চলতি বছর খেলা ১৮ ওয়ানডের মধ্যে দুই তৃতীয়াংশ তথা ১২ ম্যাচেই জিতেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে তো আরও বেশি দুর্দান্ত। ৯ ম্যাচের মধ্যে জয় ৭টিতে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ