ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

দ্বিতীয় ম্যাচ দিয়েই শেষ হচ্ছে মাশরাফির মিরপুর অধ্যায়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১০ ১৬:২১:১৫
দ্বিতীয় ম্যাচ দিয়েই শেষ হচ্ছে মাশরাফির মিরপুর অধ্যায়

ওয়ানডে ক্যারিয়ারের বেশির ভাগ ম্যাচ মাশরাফি খেলেছেন ঢাকার মাঠে। ওয়ানডে ক্রিকেটের মোট ৬৩টি ম্যাচে মাশরাফি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে খেলেছেন। যেখানে উইকেট নিয়েছেন ৯৩টি। এই মাঠে উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি।

এ তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান। তার উইকেটসংখ্যা ১১৩টি। এদিকে ওয়ানডে ক্যারিয়ারে ১২ বার ম্যাচ সেরা হওয়া মাশরাফি মোট ৫ বার মিরপুরে সেরা হয়েছেন। এবার এই ভেন্যুতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবেন মাশরাফি।

এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটিই হতে যাচ্ছে দেশের মাটিতে মাশরাফির শেষ ম্যাচ। এরপর আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিশ্বকাপের আগে এই দুই ম্যাচেই ঘরের মাঠে মাশরাফিকে দেখা যাবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ