ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে চূড়ান্ত হলো এই টাইগারের নাম আর কপাল পুড়লো যে টাইগারের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১০ ১৩:৫৯:৫৯
২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে চূড়ান্ত হলো এই টাইগারের নাম আর কপাল পুড়লো যে টাইগারের

মিরপুরে উইন্ডিজদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে সাকিব আল হাসান পার্টটাইমার রভম্যান পাওয়েলের বলে আলগা শট খেলে আউট হওয়ার পর ক্রিজে আসেন সৌম্য সরকার, ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে। বাংলাদেশ তখন জয়ের সুবাস পাচ্ছিলো, জয় থেকে আরও ৫০ রান দূরে, হাতে আছে ২২ ওভারের মতন। সাকিব যেই বলে আউট হলেন, সেই বলকেই কাভারের ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন সৌম্য।

পরের ওভারে সৌম্যর সামনে উইন্ডিজ ফাস্ট বোলার ওশানে থমাস, যিনি কিনা তাঁর প্রথম স্পেলে একটি বলও ১৪০ কিলোমিটারের নিচে করে নি।

গতির ঝড় তোলা ফাস্ট বোলারকে সাবলীল ভঙ্গিতে খেলেছেন এই বাঁহাতি, আপার কাটে বাউন্ডারি খুঁজে নিয়ে গতিময় বোলারদের বিপক্ষে নিজের সামর্থ্য জানান দেন, একই ওভারে একই শটে ছক্কা হাঁকান তিনি। তাইতো মাশরাফির বিশ্বকাপ ভাবনার বড় অংশ জুড়ে আছেন পেস বোলারদের বিপক্ষে সাবলীল সৌম্য।

প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সৌম্য তো আসলে স্পিন থেকে পেস বেশি খেলতে পছন্দ করে। সাধারণত যেটা হয় ওপেনাররা স্পিনের চেয়ে পেস বলে বেশি সাচ্ছন্দ্য বোধ করে। সৌম্য যে জায়গায় খেলছে, বিশ্বকাপে এই পজিশনে কিন্তু পেস বোলাররাই বোলিং করবে।’

সৌম্য সরকারের বর্তমান ফর্মে তাঁর হয়ে কথা বলছে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি সহ উইন্ডিজদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি আছে তাঁর।

মাশরাফির ভাষায়, ‘এশিয়া কাপ ফাইনালে সাতে খেলেছে। আবার ওর হাতে শটস খেলার সামর্থ্য আছে। পেস বল সামলাতে পারে। ইনফর্ম আছে। লাস্ট তিন ম্যাচেই সেঞ্চুরি করেছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ