ঢাকা, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

যে কারনে লিটন দাসকে নিয়ে ক্যারবীয়দের আক্ষেপ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১০ ১৩:১২:০০
যে কারনে লিটন দাসকে নিয়ে ক্যারবীয়দের আক্ষেপ

চেজ বলেন, ‘আমরা ভেবেছিলাম ভালো শুরু করতে পারলে এবং দ্রুত উইকেট তুলে নিলে হয়ত আমরা ম্যাচে ফিরতে পারব। ভালো শুরুও করেছিলাম কিন্তু নো বলের কারণে লিটন দাস আউট না হওয়ায় মর্মাহত হতে হয়েছে।’

পরবর্তীতে সেই লিটন খেলেছেন ৪১ রানের ইনিংস, ৫ উইকেটের জয়ে যা রেখেছিল বড় ভূমিকা। সেদিকে ইঙ্গিত করে চেজের ভাষ্য, ‘সে চল্লিশের মত রান করেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ রান। সে এমন ব্যাটসম্যান যে দ্রুত রান তুলতে পারে। তাই তাকে দ্রুত আউট করতে না পারলে দলের জন্য বড় প্রভাবক হয়ে দাঁড়ায়।’

একইসাথে দলীয় সংগ্রহ বেশি না হওয়ায় দলের পরাজয়ের জন্য দায়ী বলে দাব চেজের, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের রান বেশি হয়নি। ম্যাচের আগে আমরা বলেছিলাম যে জিততে হলে আমাদের নূন্যতম ২৩০-২৪০ রান করতে হবে। আমরা সেটা পারিনি। এবং অল্পসংখ্যক রানেই উইকেট হারিয়েছি। যার মূল্য ম্যাচ শেষে আমাদের দিতে হয়েছে।’

টেস্ট সিরিজে স্পিনারদের আধিপত্য থাকলেও রবিবার পেসারদের দাপটই দেখেছে ক্যারিবীয়রা। চেজ তাই বললেন, ‘আমি যখন ব্যাট করতে যাই তখন স্পিনের চেয়ে পেস কঠিন ছিল। উইকেটকে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে পেসাররা। টেস্টে স্পিন দারুণ কাজ করলেও এই ম্যাচে পেসাররা ভালো করেছেন।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ