এইমাত্র পাওয়া: ৩ নম্বর পজিশনে পরিবর্তন নিয়ে ২য় ওয়ানডের চূড়ান্ত একাদশ ঘোষণা

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোলাখুলি কথা বলেন মাশরাফি। তখন তিনি মিঠুনকে নিয়েও কথা বলেন। এশিয়া কাপে স্বল্প সুযোগে যেভাবে মিঠুন নিজেকে মেলে ধরেছিলেন তাতে তার বাদ পড়াটা অধিনায়কের কাছে স্রেফ দুর্ভাগ্য।
তিনি বলেন, ‘মিঠুনের সঙ্গে আমি কথা বলেছি। যে ফর্মে ছিল সেখান থেকে খেলতে না পারা, আমি বলবো ও খুব দুর্ভাগা। ও পাঁচে ব্যাটিং করেছে, ছয়ে পারবে না তাও না। কোনোভাবেই ওকে ছোট করার কোনো সুযোগ নেই।’
‘ও এশিয়া কাপে খুব ভালো কয়েকটি ইনিংস খেলেছে। জিম্বাবুয়ের সাথেও ও ভালো খেলেছে। ও তো দলের সাথে আছেই। ওকে আমরা এমনভাবে রাখতে চাই যেন ও নিজের জায়গায় ফিরে আসতে পারে। আমার মনে হয় মানসিকভাবে ও ঠিক আছে।’
মিরপুরে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।উইন্ডিজের দেয়া ১৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দেখে শুনে শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ৩৭ রান।
তামিম ১২ রান করে আউট হয়েছেন। এরপর ইমরুল কায়েস বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তিনি মাত্র ৪ রান করে ফিরেছেন। লিটন দাস একবার জীবন পেয়ে ৪১ রান করেছেন।
এরপর সাকিব আল হাসান মুশফিকুর রহীমের সাথে জুটি গড়ে বড় জয়ের স্বপ্ন দেখান বাংলাদেশকে। ব্যক্তিগত ৩০ রানে সাকিব রভম্যান পাওয়েলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন শাই হোপের হাতে।
এর মধ্যে দিয়ে সাকিব মুশফিকের ৫৭ রানের জুটি ভাঙে। সাকিবের আউটের পর উইকেটে এসেই হাত খুলে খেলছিলেন সৌম্য সরকার। রস্টন চেজের করা ৩০ তম ওভারের দ্বিতীয় বলে মাত্র ১৩ বলে ১৯ রান করে স্লিপে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
ষষ্ঠ উইকেটে ২১ রান যোগ করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীম। মুশফিক ৫৫ ও মাহমুদুল্লাহ ১৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নামা উইন্ডিজদের এত কম রানে বেঁধে ফেলার পেছনে মূল কলকাঠি নেড়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
মাশরাফি ১০ ওভার বোলিং করে মাত্র ৩০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। আর এরই সাথে নিজের ২০০ তম ওয়ানডেটি ভালোভাবেই রাঙ্গিয়ে রেখেছেন তিনি।
অপরদিকে মুস্তাফিজ ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রানে নিয়েছেন মাশরাফির সমান উইকেট। মাশরাফি এবং মুস্তাফিজ ছাড়াও দারুণ বোলিং করেছেন পেসার রুবেল এবং দুই স্পিনার মেহেদি মিরাজ ও সাকিব আল হাসান। এই তিন বোলারই নিয়েছেন ১টি করে উইকেট।
উইন্ডিজদের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার শাই হোপ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান কিমো পল এবং ৩২ রান করেছেন রস্টন চেজ। এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েছিলো ক্যারিবিয়ানরা।
দলীয় ১০০ রান তুলতেই ৪ উইকেট হারাতে হয়েছিলো তাদের। শতকের কোটা পার করার পরেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। মাঝে ৫১ রানের একটি জুটি গড়েছিলেন রস্টন চেজ এবং কিমো পল। কিন্তু চেজকে আউট করে সেই জুটিটি ভেঙ্গে দেন মুস্তাফিজুর রহমান। এরপর আর খুব বেশিদূর এগোতে পারেনি ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত দুশ’র আগেই থামতে হলো দলটির।
২য় ওয়ানডেতে সম্ভাব্য বাংলাদেশ একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার/মোহাম্মদ মিথুন, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- ভারত বনাম বাংলাদেশ: সম্ভাব্য একাদশ, পরিসংখ্যান ও সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ
- ম্যাচ হারার পর মুস্তাফিজকে নেয়ার বিষয়ে যা বললেন কলকাতার অধিনায়ক রাহানে
- আর্জেন্টিনা বনাম ব্রাজিল: বাংলাদেশ থেকে সরাসরি মোবাইলে খেলা দেখবেন যেভাবে
- অ্যাম্বুলেন্স চালকের অছিলায় বাঁচলো তামিমের জীবন
- এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বাংলাদেশের চমক
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- সেহরিতে যেসব খাবার আমাদের জন্য উপকার
- শেয়ারবাজারের নতুন নিয়ম করলো বিএসইসি
- উরুগুয়ে বনাম আর্জেন্টিনা: লাইভ স্ট্রিম, টিভি, দলীয় খবর ও সেরা একাদশ
- কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা: সরাসরি মোবাইলে খেলা দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভারত: ম্যাচ শুরু সরাসরি মোবাইলে দেখবেন যেভাবে
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (২১ মার্চ ২০২৫)
- সেনাসদরের সাফ বক্তব্য: হাসনাতের "রাজনৈতিক ষড়যন্ত্র" সম্পর্কে স্পষ্টতা