ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

বেচারা হেটমায়ার , মিরাজের হাতেই ৫ বার আউট , রহস্য কি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১০ ১১:৫৯:৩৭
বেচারা হেটমায়ার , মিরাজের হাতেই ৫ বার আউট , রহস্য কি

চট্টগ্রামের সিরিজের প্রথম ম্যাচে হেটমায়ারকে ৬৩ ও ২৭ রানে শিকার করেন মিরাজ। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে হেটমায়ারকে ৩৯ ও ৯৩ রানে প্যাভিলিয়নে পাঠান। ওয়ানডে সিরিজেও সেই ধারাবাহিকতা অব্যাহত রইল। ১৩ বলে ৬ রান করে আজ রবিবার মিরাজের বলে বোল্ড হয়ে গেলেন হেটমায়ার। ইনিংসে একটি উইকেটই পেছেন মিরাজ; সেই উইকেটটাও…! বুঝুন অবস্থা!

অবশ্য হেটমায়ারকে আউট করার কৌশল জানা আছে মিরাজের। তাই হেটমায়ারকে আউট করা মিরাজের কাছে ‘হাতের মোয়া’। কী সেই রহস্য? ঢাকায় দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের মর্যাদা পাওয়া মিরাজ ম্যাচ শেষে বলেছিলেন, ‘হেটমায়ারের বিপক্ষে আমি অনেক ম্যাচ খেলেছি। দুটি যুব বিশ্বকাপে খেলেছি, এখন জাতীয় দলেও খেলছি। তার সম্পর্কে অনেক কিছুই আমার জানা।-

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ