ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

অবশেষে বিশ্বকাপ নিয়ে যা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১০ ১১:৫৭:৪৪
অবশেষে বিশ্বকাপ নিয়ে যা বললেন মাশরাফি

তিনি আরও বলেন, ‘আপনি যদি পেস বোলারদের দেখেন সাঈফউদ্দিন ছাড়া আর সবাই বেশ অভিজ্ঞ। এখন পারফর্মও করছে বিশেষ করে এই সংস্করণে। ২০১৫ সালে বেশিরভাগই নতুন ছিল। তার মানে এই না বিশ্বকাপে গিয়ে সেমি-ফাইনালে খেলে ফেলবো। দল অবশ্যই ভালো শেপে আছে, যেহেতু অভিজ্ঞতায় এগিয়ে।’

সামনে বিশ্বকাপ, ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত খেলছে দল। চলতি বছর খেলা ১৮ ওয়ানডের মধ্যে দুই তৃতীয়াংশ তথা ১২ ম্যাচেই জিতেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে তো আরও বেশি দুর্দান্ত। ৯ ম্যাচের মধ্যে জয় ৭টিতে।

টাইগার অধিনায়কের মতে এখনো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তাই পরীক্ষা-নিরীক্ষা না করে নিজেদের মূল পরিকল্পনাতে থাকাই শ্রেয়। মূলত চার ওপেনার তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাসকে নিয়ে সৃষ্ট ঘোলাটে পরিস্থিতিতে নতুন কিছু করা যায় কি-না সে ব্যাপারেই জানতে চাওয়া হয় মাশরাফির কাছে।

তিনি জানিয়ে দেন এখনো বেশ কঠিন সময় অপেক্ষা করছে সামনে। তাই পরিকল্পনামাফিক এগুনোই আপাতত দলের ইচ্ছা। রোববার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয় না (পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে)। এখনো অনেক চ্যালেঞ্জ বাকি। ঘরের মাঠে একধরনের চ্যালেঞ্জ থাকে, বাইরে গেলে আরেক চ্যালেঞ্জ থাকে।’

‘আর আমরা এখনো ওই লেভেলে যাইনি। আমরা একটা লেভেল পর্যন্ত আছে যেখানে প্রেসার বেশি আছে সেখানে কিন্তু বেশিরভাগ ম্যাচ, যদি ফাইনালের কথা বলেন আমরা ফেইল করেছি।’ – আরও বলেন মাশরাফি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ