ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

তামিমের সেই অসাধারণ উড়ন্ত ক্যাচটি দেখুন ভিডিওসহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ১০ ০০:৫৮:৩৫
তামিমের সেই অসাধারণ উড়ন্ত ক্যাচটি দেখুন ভিডিওসহ

এমন সময়ই বোলিংয়ে এসে ব্রেক থ্রু এনে দিলেন দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার করা ইনিংসের ২১তম ওভারের ৪র্থ বলটি মাশরাফি কিছুটা কাটার দিয়েছিলেন। ব্র্যাভো শট খেলতে গিয়ে মিস টাইমিং করে ফেলেন। খেলতে চেয়েছিলেন লং অফে; কিন্তু বল উঠে যায় উপরে। চলে যায় ডিপ এক্সট্রা কাভারে।

অনেকটুকু দৌড়ে এলেন তামিম। দেখা যাচ্ছে বলটা নাগালের বাইরে। মিস হয়ে যেতে পারে। ওই অবস্থায় বাজ পাখির মত ঝাঁপিয়ে পড়লেন তিনি। দু’হাত বাড়িয়ে দিলেন সামনে। শূন্যে থেকেই তালুবন্দী করে নিলেন বলটি। অবিশ্বাস্যভাবে বলটি তালুবন্দী করে তামিম ফিরিয়ে দিলেন ১৯ রানে থাকা ড্যারেন ব্র্যাভোকে। ওয়েস্ট ইন্ডিজের রান ছিল তখন ৬৫।

ভিডিওটি দেখতেএখানেক্লিক করুন

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ