ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

স্পিন দিয়ে শুরু করার কারণ জানালেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ২৩:৫৮:২০
স্পিন দিয়ে শুরু করার কারণ জানালেন মাশরাফি

মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানকেই কেন শুরুতে বল তুলে দিয়েছিলেন, সেই ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানিয়েছেন, টেস্ট সিরিজের ছন্দ ধরে রাখতেই এমন সিদ্ধান্ত। যদিও ম্যাচে পেসে গুরুত্ব দিয়েই বোলিং আক্রমণ সাজিয়েছিল স্বাগতিক দল।

উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থেকে মাশরাফি অনুধাবন করেছিলেন দলটির পেসে অভ্যস্ততা। আর তাই এই ম্যাচে শুরুতে আক্রমণে ছিলেন স্পিনাররাই।

মাশরাফি বলেন, ‘স্পিনাররা দুই পাশেই শুরু করার কারণ হল- প্র্যাকটিস ম্যাচ খেলে বুঝেছিলাম ওরা পেস বোলিং চাচ্ছে। টেস্ট ম্যাচে যেহেতু দুই পাশ দিয়ে স্পিন শুরু হয়েছে, আমরা চাচ্ছিলাম ওদের ঐ অনুভূতিই থাকুক। অন্তত স্পিনে শুরু হোক, স্ট্রাগল করুক। সাকিব ব্রেক থ্রু এনে দেওয়ায় সুবিধা হয়েছে।’

এদিকে পরাজয় দিয়ে সফরকারী দল সিরিজ শুরু করলেও রভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন দল দ্রুতই ফর্মে ফিরতে মরিয়া থাকবে বলে মনে করেন মাশরাফি। তার ভাষ্য, ‘ওরা ফর্মে ফিরে আসার সামর্থ্য রাখে। আজকে বল যেভাবে টার্ন করেছে দ্বিতীয় ইনিংসে, ওরা ২৫০-২৬০ করলে গেম পালটে যেতে পারতো। আমাদের নিশ্চিত করতে হবে পরবর্তী ম্যাচে যেন আজকের মত খেলতে পারি।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি আলাপ করেন দলের ব্যাটিং অর্ডার নিয়েও। টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের মিডলে নেমে যাওয়া এবং মোহাম্মদ মিঠুনের দলে সুযোগ না পাওয়া নিয়ে তিনি বলেন, ‘কারও ফর্ম আপ-ডাউন করলে বসতে হয় অনেক সময়, এটা স্বাভাবিক। তবে সৌম্য দুই জায়গায় খেলতে পারে বলেই তাকে সুযোগ দেওয়া হয়েছে। ও অবশ্যই ওপেনিং বা তিনে আদর্শ। কিন্তু ওর সামর্থ্য আছে দেখেই মিডল অর্ডারে রাখা হয়েছে। মিঠুনের সাথে কথা বলেছি। আনলাকি বলব। ওখান থেকে খেলতে না পারা। তবে পাঁচে যেহেতু ব্যাট করছে, ছয়ে পারবে না তা না।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ