ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

হঠাৎ ইনজুরির কথা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ২৩:৪৩:০৮
হঠাৎ ইনজুরির কথা বললেন মাশরাফি

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট নিয়েই খেলেছিলেন তিনি। বোলিংয়ে তিন ম্যাচ মিলিয়ে ১৬০ রানের বিনিময়ে মাত্র এক উইকেট পেয়েছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে প্রায় দেড় মাস। তবে সেই চোটগুলো থেকে এখনো সম্পূর্ণ ফিট হননি মাশরাফি বিন মুর্তজা।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন কুঁচকির চোটের সাথে যোগ হয়েছে হ্যামস্ট্রিংয়ের চোট। সেই নতুন চোটকে সঙ্গে নিয়েই দুর্দান্ত বোলিং করেছেন মাশরাফি। বোলিংয়ে তিন উইকেট নিয়ে মাশরাফি হয়েছেন ম্যাচসেরা। এমন গল্প অবশ্য কম নেই তার ক্যারিয়ারে।

ম্যাচশেষে মাশরাফি বলেন, “চোট জিম্বাবুয়ে সিরিজে যেটা ছিল সেটা এখনো বয়ে বেড়াচ্ছি আসলে। তিন উইকেট পেয়েছি বলে যে একদম সেরা সময়ে আছি তা নয়। সাথে আরো একটা ইনজুরি যোগ হয়েছে হ্যামস্ট্রিংয়ের। শারিরীকভাবে যে জিম্বাবুয়ে সিরিজের চাইএ ভালো অবস্থায় আছি তা নয় আসলে।”

দুই চোটের ধকল নিয়েই ম্যাচের সেরা বোলার ছিলেন মাশরাফি বিন মুর্তজা। দশ ওভারে মাত্র ৩০ রান দিয়েছেন তিনি, ইকোনমি ৩.০০। ড্যারেন ব্র্যাভোকে ফিরিয়ে দিয়ে উইকেটের খাতা খুলেন তিনি। মাশরাফিকে তুলে মেরেছিলেন খোলসবন্দী হয়ে থাকা ব্র্যাভো, দারুণ ক্যাচ ধরেন তামিম ইকবাল। এরপর ওপেনিংয়ে নেমে উইকেট আগলে রাখা সাই হোপের উইকেট তুলে নেন মাশরাফি বিন মুর্তজা। তার তৃতীয় শিকারে পরিণত হন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। ২৫ বলে ১৪ রান করে মাশরাফির বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন রোভম্যান পাওয়েল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ