ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ক্রিকেট বিশ্বে এই প্রথম শূন্য বলে ১৪ রান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ২২:৫৬:৫৭
ক্রিকেট বিশ্বে এই প্রথম শূন্য বলে ১৪ রান

‘শূন্য’ বলে ১৪ রান হজম করলেন তিনি। লিগের ম্যাচে জোজি স্টার্সের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ১২৮ রান করে ডারবান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে জোজির রান ছিল ১১৭/৯। ফলে শেষ দুই বলে দরকার ছিল ১২ রান।

তবে পরপর দুই বলে দুটি নো-বল করেন তিনি। সেই নো-বলে আবার দুটি ছয় মারেন জোজির ব্যাটসম্যান নোনো পোনগোলো। যার অর্থ দাঁড়ায় শূন্য বলে ১৪ রান। ফলে ১৯.৪ ওভারের ১৩১/৯ শেষ করে স্টার্স।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ