ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

বাংলাদেশ দলের ৩ ক্রিকেটারকে নিয়ে যা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ২১:৩০:৪৯
বাংলাদেশ দলের ৩ ক্রিকেটারকে নিয়ে যা বললেন মাশরাফি

এছাড়া সৌম্য-মিঠুনের ব্যাপারে অধিনায়ক বলেন, ‘সৌম্য ওপেনিং, তিন নম্বর কিংবা ৭ নম্বর এই তিন পজিশনে ব্যাটিংয়ের অভিজ্ঞতাই রয়েছে। তাই একাদশে ওকে নেওয়া। এছাড়া আমার মিঠুনের সাথেও কথা হয়েছে। ভালো ফর্মে থেকেও ওর বাদ পড়াটা দূভার্গ্যজনক। কিন্তু এটা সত্যি একাদশে মিডেল অর্ডারে ওরা তিনজনই খেলবে। খুব বেশি পরিবর্তন করে দেখার সময় আমাদের হাতে নেই। তাই মিঠুন-ইমরুল-সৌম্য ওরা তিনজনই খেলবে।

মাশরাফি মনে করছেন, উইকেট মোটেই ব্যাটিং সহায়ক ছিল না। বোলাররা কাজ করে দেয়ার পর লিটন-সাকিব-মুশফিকরা যেভাবে খেলেছেন, তারাও প্রশংসার দাবিদার।

টাইগার দলপতির ভাষায়, ‘আমরা জানি এই ফরমেটে ওয়েস্ট ইন্ডিজ ভয়ংকর দল। তবে ছেলেরা আসলেই খুব ভালো বোলিং করেছে। এই উইকেটে রান করা সহজ ছিল না। লিটন দারুণ একটি ইনিংস খেলেছে, সাকিবও দ্রুত কয়েকটি রান এসে দিয়েছে, যেটা আমাদের সাহায্য করেছে। তবে আমি মনে করি, মুশফিক আসলেই দুর্দান্ত ছিল, খুবই পেশাদার। তবে দলকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ