ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

আউট আবারো আউট ২৬ ওভার শেষে দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ১৯:২০:১৬
আউট আবারো আউট ২৬ ওভার শেষে দেখেনিন সর্বশেষ স্কোর

সুযোগ নষ্ট করলেন ইমরুলঃ তিন নম্বরে খেলতে নেমে বড় ইনিংস খেলার সুযোগ ছিল ইমরুল কায়েসের সামনে। প্রথম বলে বাউন্ডারিও পেয়েছিলেন তিনি। কিন্তু তামিম আউট হওয়ার পরের ওভারেই অশেন থমাসের ইনসুইং ডিলেভারিতে বোল্ড হয়ে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

উইকেট ছুঁড়ে দিলেন তামিমঃ

লিটন জীবন পাওয়ার পর চেজের এক ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়েছিলেন। সেই সঙ্গে ওভারে ১১ রানও এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই ওভারের শেষ বলে পয়েন্ট অঞ্চলে সহজ ক্যাচ দিয়ে বসেন তামিম ইকবাল। ১২ রান আসে তাঁর ব্যাট থেকে।

জীবন পেলেন লিটনঃ

শুরুটা দেখে শুনে করলেও ইনিংসের সপ্তম ওভারে কিমার রোচকে কবজির মোচড়ে ঘুড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে বসেন লিটন। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বোলিং লাইনের বাইরে পা ফেলেছেন রোচ। ফলে থার্ড আম্পায়ারের সাহায্যে বলটি নো-বল ঘোষনা দেন আম্পায়ার। জীবন পেয়ে অবশ্য সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন লিটন।

দেখে শুনে শুরু বাংলাদেশেরঃ

ইনিংসের প্রথম ওভার থেকেই দেখে শুনে খেলছেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। প্রথম ছয় ওভারে কোন ঝুঁকি নেন নি দুজন। দেখে শুনে খেলেই স্কোর বাড়িয়ে যাচ্ছেন তাঁরা।

বাংলাদেশ একাদশঃ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

উইন্ডিজ একাদশঃ

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, কাইরন পাওয়েল, দেবেন্দ্র বিশু, কিমো পল, ওশানে থমাস, কিমার রোচ।

সংক্ষিপ্ত স্কোর-

উইন্ডিজঃ ৯/১৯৫ (৫০ ওভার) (হোপ- ৪৩, পল- ৩৬) (মাশরাফি- ৩/৩০, মুস্তাফিজ- ৩/৩৫)

বাংলাদেশঃ ১৪১/৩ (২৬ ওভার) (সাকিব ৩০* মুশফিক ৪০*)

টস- উইন্ডিজ (ব্যাটিং)

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ