ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ঐতিহাসিক ম্যাচে ১০ ওভারে কত রান ও কত উইকেট নিলেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ১৭:০০:৪৫
ঐতিহাসিক ম্যাচে ১০ ওভারে কত রান ও কত উইকেট নিলেন মাশরাফি

ম্যাচের ১৬তম ওভারে একটি সুযোগ তৈরি করেছিল মুস্তাফিজ। কিন্তু সেই সুযোগ থেকে কোনো ফায়দা আদায় করতে পারেনি টাইগাররা। মুস্তাফিজের বলে ব্রাভোর শটটি সরাসরি চলে যায় আরিফুল হকের হাতে। কিন্তু হাতের ক্যাচটি মিস করে ব্রাভোকে নতুন জীবন দেন আরিফুল।

মুস্তাফিজের পর আবারো রুবেলে বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন ব্রাভো। কিন্তু এবারও ক্যাচ মিস করনে মুশফিক। যার ফলে ১৪ রানে ও ১৯ রানে পরপর ২ বার নতুন জীবন পেলেন ব্রাভো।

আরিফুল-মুশফিকের ভূলটা আর ৩য় বারের মতো করলেন না তামিম। মাশরাফির বলে কাভারের উপর দিয়ে উড়িয়ে মারা ব্রাভোর শটটি হাওয়ায় ভেসে ক্যাচে পরিণিত করেন তামিম। ব্রাভো ফিরে যান ১৯ রান করেই।

এরপর ভয়ংকর হয়ে উঠতে থাকা হোপের উইকেটও শিকার করেন টাইগার অধিনায়ক। নিজের ২য় স্পেলে এসে আবারো উইকেটের আঘাত হানেন মাশরাফি। তুলে নেন নিজের ৩য় ও ম্যাচের ৫ম উইকেট। শেষ পর্যন্ত ১০ ওভারে ৩০ রান খরচে ৩ উইকেট নিয়েছেন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ