ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

অল আউটের পথে পাকিস্থান,দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ১৬:৪৫:১৭
অল আউটের পথে পাকিস্থান,দেখুন সর্বশেষ স্কোর

দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পরা বাংলাদেশ দলকে টেনে তুলছে ইয়াসির আলী চৌধুরী এবং মোসাদ্দেক হোসেন সৈকত। ১২৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই দুই ব্যাটসম্যান। ৫৬ রান করে আউট হন ইয়াসির আলী। অপরপ্রান্ত থেকে ব্যাটিং তান্ডব চালাতে থাকেন মোসাদ্দেক হোসেন। ৭৪ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। আহত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানের মাথায় দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। দলীয় ১৩ রানের মাথায় আলি ইমরান কে এবং ২৩ রানের মাথায় সৈয়দ শাকিল কে আউট করেন নাঈম হাসান। তবে দ্রুতই ভেতরে পাকিস্তান। অভিজ্ঞ মহাম্মদ রেজওয়ান এবং জিসান মালিকের ৮৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দলীয় ১১১ রানের মাথায় জিসান মালিক কে ৪৭ রানে আউট করেন শরিফুল ইসলাম। ৮ রান পর ৪৬ রান করা মোহাম্মদ রেজওয়ান কে আউট করেন মোসাদ্দেক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩২ ওভারে ১৪৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং মোহর শেখ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ