ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

দুর্দান্ত বোলিং করেছে যুবা টাইগাররা ১৩ ওভার শেষে দেখুন স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ১৫:২১:৪০
দুর্দান্ত বোলিং করেছে যুবা টাইগাররা ১৩ ওভার শেষে দেখুন স্কোর

নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলে সাউদ সাকিল। ছয় রান তুলতেই ফিরেছেন তিনিও। নাঈমের ওভারেই আউট হয়েছেন তিনি। দুই ব্যাটসম্যানের বিদায়ে এবার নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তাঁর সাথে আছেন আরেক ওপেনার জিশান মালিক।

বর্তমানে পাকিস্তানের সংগ্রহ ৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৩২ রান।

টস এবং বাংলাদেশের ইনিংসঃ

ইমার্জিং এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ এবং পাকিস্তান অনুরধ-২৩ দল। পাকিস্তানের করাচীতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।

ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তিন ব্যাটসম্যানের অর্ধশতকে পাঁচ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন। পাকিস্তানের হয়ে তিন উইকেট পেয়েছেন খুশদিল শাহ।

বাংলাদেশ ইমার্জিং একাদশঃ

নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, ইয়াসির আলি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তানভির ইসলাম, শফিউল ইসলাম।

পাকিস্তান ইমার্জিং একাদশঃ

আলি ইমরান, জিশান মালিক, হুসাইন তালাত, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), খুশদিল শাহ, আশিক আলি, মুসা খান, সাদ আলি, সুলেমান শাফকাত, গুলাম মুদাসসার, সাউদ সাকিল।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তানঃ ৬৫/২ (১৩ ওভার)

(জিশান ১৫*, রিজওয়ান ৩১*); (নাঈম ২/৮)

বাংলাদেশঃ ৩০৯/৫ (৫০ ওভার)

(মোসাদ্দেক ৮৫*, সোহান ৮*); (খুশদিল ১/৯, মুসা ২/৩৯ )

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ