ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

উইকেট না পেলেও দুর্দান্ত বল করছে টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ১৪:১৫:৫৭
উইকেট না পেলেও দুর্দান্ত বল করছে টাইগাররা

এছাড়া দীর্ঘদিন পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে না খেলা মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

তিন পেসার ও দুই স্পিনারের একাদশে অধিনায়ক মাশরাফি ও সহ-অধিনায়ক সাকিবের সাথে বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। এছাড়া প্রয়োজন পড়লে হাত ঘোরানোর ডাক পড়তে পারে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারেরও।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো ও রস্টন চেজ, তাদের সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জেসন হোল্ডার এবং ফ্যাবিয়ান অ্যালেন।

শুরুতেই দুই স্পিনার দিয়ে বোলিং আক্রমন শুরু করেন মাশরাফি। ম্যাচের ৮ম ওভারে প্রথম উইকেটে আঘাত হানেন সাকিব। পাওয়েলকে ১০ রানেই ক্যাচ আউটের ফাঁদে ফেলেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েষ্ট ইন্ডিজের সংগ্রহ ১৯ ওভার শেষে ১ উইকেটে ৬৩ রান।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কিরন পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন সামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রস্টন চেজ, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশেন থমাস।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ