ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৫ পরিবর্তন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ১২:৫১:৩০
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৫ পরিবর্তন

এদিকে ভারতের বিপক্ষে সর্বশেষ একদিনের ম্যাচ থেকে উইন্ডিজ একাদশে হয়েছে দুইটি পরিবর্তন। জেসন হোল্ডার ও ফাবিয়ান অ্যালেনের জায়গায় ফিরেছেন ড্যারেন ব্রাভো আর রস্টন চেজ।

এক নজরে দুই দলের একাদশ- বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ: কাইরেন পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, ম্যারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, কেমো পল, ওশানে থমাস।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ মাঠে গড়াচ্ছে রবিবার (৮ ডিসেম্বর) থেকে। এদিন ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়। টেস্ট সিরিজ শেষ করে দুই দলই পেয়েছে বড় বিরতি। আর এই বিরতিতে উভয় দল নিজেদের প্রস্তুত করেছে সীমিত ওভারের ক্রিকেটের জন্য। ‘প্রস্তুতি-পর্বে’ বিসিবি একাদশের কাছে উইন্ডিজ হেরে গেলেও মূল লড়াইয়ে সফরকারীরা সর্বশক্তি প্রয়োগ করেই মাঠে নামবে, এ কথা বলা যাচ্ছে নির্দ্বিধায়ই।

এই সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল, যিনি এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকে রয়েছেন মাঠের বাইরে। যদিও তার প্রত্যাবর্তনের ম্যাচে দলের ব্যাটিং উদ্বোধন হবে কোন জুটির মাধ্যমে এ নিয়ে রয়েছে প্রশ্ন। টেস্ট সিরিজে স্পিনে গুরুত্ব দিয়ে বোলিং আক্রমণভাগ সাজালেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে পেস-নির্ভর বোলিং আক্রমণ। অধিনায়ক ও দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজার সাথে বল হাতে গতির ঝড় তুলতে পারেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। সাকিব আল হাসানের সাথে মেহেদী হাসান মিরাজ দায়িত্ব পাবেন স্পিন-ঘূর্ণি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার। বাকি অংশ…]

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ