ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ঝড়ের গতিতে ফিফটি তুলে নিলেন জাকির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৯ ১১:৪৭:৫৭
ঝড়ের গতিতে ফিফটি তুলে নিলেন জাকির

আজ (রবিবার) পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দুই টাইগার ওপেনার-মিজানুর রহমান ও জাকির হাসান। ১০ ওভারে উদ্ভোধনী জুটি থেকে আসে ৪৫ রান। ১১তম ওভারের শেষ বলে শেষ দলীয় ৪৮ রানের মাথায় মিজানুর রহমানের আউটের মাধ্যমে এই জুটি ভাঙ্গে। কুশদিল শাহ এর বলে আশিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মিজানুর। এর পূর্বে ৪৪ বলে ৩ চারে করেন ২৫ রান।

মিজানুরের আউটের পর জাকিরের সাথে জুটি বাঁধেন নাজমুল হাসান শান্ত। ক্রিজে এসেই রানের গতি কিছুটা বাড়ানোর চেষ্টা করেন এই ক্রিকেটার। অন্যপ্রান্তে থাকা ওপেনার জাকিরও খোসল ছেড়ে বেড়িয়ে আসেন। আগের ম্যাচে ১ রানের জন্য অর্ধশতক করতে না পারলেও আজকে ঠিকই তুলে নিয়েছেন এই বামহাতি ব্যাটসম্যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৮ বলে ৬ চারে ৫৭ রানে ব্যাট করছেন জাকির। আর ৩৬ বলে ৩ চারে শান্ত ব্যাট করছেন ৩০ রানে। উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে টাইগার একাদশে এসেছে মাত্র একটি পরিবর্তন। খালেদ আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার শফিউল ইসলাম।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশঃ মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শরিফুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম,শফিউল ইসলাম।

ইমার্জিং এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১১৯ রান। চলছে ২৩ তম ওভারের খেলা। সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশঃ ১১৯/১ (২৩ ওভার)জাকির ৫৭*, শান্ত ৩০*, মিজানুর ২৫

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ